খুলনা প্রতিনিধি ॥ খুলনার হোটেল অ্যাম্বাসেডরের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল ভোর সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে ওই ভবনে অবস্থিত অগ্রণী ব্যাংকসহ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এখন পর্যন্ত আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়নি। খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার ভোররাত পৌনে ৪টার দিকে সংবাদ পেয়ে খুলনার চারটি ফায়ার স্টেশনের ৮টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে আগুন নির্বাপণের কাজ শুরু হয়। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে পার্শ্ববর্তী একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়লে হোটেলে অ্যাম্বাসেডরে ভবনের অগ্রণী ব্যাংকে আগুন লাগে। গোটা ভবনে আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ে। হোটেল ভবনের সিড়ি ও লিফট বন্ধ হয়ে যাওয়ায় বাইরে থেকে ২০-২৫ জনকে রেসকিউ করে নামিয়েছি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।