খুলনা প্রতিনিধি ॥ খুলনা রুপসা থানা এলাকায় আঠারো বাঁকি নদী থেকে শনিবার বিকালে হাত পা বাঁধা অজ্ঞত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় লাশের শরীরে কোন কাপড় ছিল না। পুলিশ যানায়, গত ৭ অক্টোবর শনিবার বিকেল ৪ টার দিকে রুপসা থানার আলাই পুর সেতু আঠারো বাঁকি নদীতে ভাসমান একটি লাশ দেখতে পেয়ে এলাকার জনগণ পুলিশ কে খবর দেয় খবর পেয়ে রুপসা থানার পুলিশ ও নৌ পুলিশ ঘটনা স্থল থেকে হাত পা বাঁধা অজ্ঞত নামা লাশ উদ্ধার করে। লাশের আনুমানিক বয়স ৩৫ বছর হবে।রুপসা থানার ওসি জানান, ৩/৪ দিন আগে এ লাশ টিকে হত্যা করে নদিতে ফেলে দিয়েছে। গতকাল ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পযন্ত অজ্ঞত লাশের কোন সন্ধান মেলেনি। খুলনা মহানগরীর আশ পাশ ও শহর তলি এলাকায় সন্ত্রাসীরা আবার মাথা চড়া দিয়ে উঠেছে। এবং মাদকের ততপরতা ও বৃদ্ধি পেয়েছে। যার ফলে খুন খারাপি বেড়ে চলেছে। সন্ত্রাস দমনে প্রশসানের আসু হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী ও সচেতন মহল।