রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

খুলনা আনসার ব্যাটালিয়ন প্রশিক্ষনের সমাপনী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় আনসার সদস্যদের ১ম ধাপ মোটর ড্রাইভিং ও মোকানিক্স প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। খুলনা রুপসা ইলাইপুর ৩ আনসার ব্যাটালিয়ন আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্র ৪২ দিন মেয়াদী মোটর ড্রাইভিং এবং মেকানিক্স প্রশিক্ষন প্রথম ধাপের প্রশিক্ষন বিআরটিসি তত্ত¡াবধানে গতকাল সম্পন্ন হয়েছে। ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেব নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও সনদ প্রদান করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপমহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী, তিনি বলেন, বর্তমানে আনসার বাহিনী অন্যান্য বাহিনীর সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করে চলেছে। তৃনমূল পর্যায়ে বাহিনীকে শক্তিশালী করা হচ্ছে। আনসার বাহিনী তরুন ও যুব সমাজকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও শিক্ষাকে কাজে লাগিয়ে দক্ষ গাড়ীচালক হিসেবে আর্ত্বকর্মসংস্থানে নিয়োজিত হতে হবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩ আনছার ব্যাটালিয়নের সার্কেল অ্যাডজুট্যান্ট ও কোম্পানী কমান্ডার মোহাম্মদ নুরুজ্জামান। এসময় খুলনা রেঞ্জের ৮টি জেলার ৫জন করে প্রশিক্ষনার্থী মোট ৪০ জন অংশ গ্রহন করেন। এসময় প্রশিক্ষনের ও ব্যাটালিয়নের সকল অফিসার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com