খুলনা প্রতিনিধি ॥ খুলনা হরিণ টানা থানাধীন রাজ বাঁধ এলাকায় ওয়ারেশকাম সনদ পত্র না দেওয়ায় ও পুনরায় ওরেশ কামের দাবিতে। মেম্বর দেবব্রত মল্লিকের অফিস ঘেরাও করেছে এলাকার জনগন ও ভুক্ত ভোগীরা। ঘটনাটি গত ১৬ অক্টোবর সন্ধায় ঘটনা ঘটে। ভুক্ত ভোগী ও এলাকা বাসি যানায়, যামিনী কবিরাজ ও লক্ষি মল্লিক আপন দুই বোন, লক্ষি মল্লিকের এক পুত্র এবং যামিনী কবিরাজের ৪ পুত্র এই দুই অংশের অংশিদারের উভয় সম্পত্তি ভোগদখল করে লক্ষি মল্লিকের ওরেশ দেবব্রত মল্লিক। যামিনী কবিরাজের ওরেশগন অর্থনৈতিক দুর্বলতা থাকায় দির্ঘদিন পাওনা সম্পত্তি থেকে বঞ্চিত। যামিনী কবিরাজের ওরেশগনের পক্ষে, সমর কবিরাজ ওরেশ কাম সনদ পত্রের জন্য একটি আবেদন পত্র জমা দেন জলমা ইউনিয়নের সংরক্ষিত সদস্য পেয়ারা বগমের কাছে। মহিলা মেম্বর এলাকায় খোঁজ খবর নিয়ে ওরেশ কাম আবেদনে স্বাক্ষর করে গত ১২ ই অক্টোবর ইউনিয়ন অফিসে জমা দেয়ার আগে ওয়ার্ড মেম্বর দেবব্রতের স্বাক্ষর চাইলে তিনি স্বাক্ষর না করে মহিলা মেম্বর কে বেশিকম কথা শুনিয়ে দিয়ে ওরেশ কাম স্থগিত করে দেয়। এ বিষয় হতো দরিদ্র সমর কবিরাজ এলাকাবাসীকে জানালে এলাকাবাসী ওরেশ কাম সনদ পত্রের দাবিতে ১৬ ই অক্টোবর সন্ধায় দেবব্রত মেম্বরের অফিস ঘেরাও করে। এ বিষয় দেবব্রত মল্লিক জানায় আমাকে যাচাই বাচাই করার জন্য সময় দিতে হবে আমি ওরেশ কাম না দেলেও ডি সি অফিসে মামলা করে ওরেশ কাজ উঠিয়ে নেবে। এ বিষয় জলমা ইউনিয়নের চেয়ারম্যান বিধান চন্দ রায় জানান আমি বিষয়টি ক্ষতিয়ে দেখছি দেওয়ার মতো হলে আমি ওরেশ কাম দিয়ে দিব। দেবব্রত মল্লিক বর্তমান সব সম্পত্তির দখলদার। এলাকা বাসির মধ্যে রমা কান্ত রায় জানান। আমাদের জানামতে উল্লেখীত ঘটনা সব সত্য বিষয়টি ইচ্ছা করলে মেম্বর সমাধান করতে পারে।