ডুমুরিয়া প্রতিনিধি \ খুলনা জেলা কারাগারের হাজতি ও তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম—সম্পাদক আকতার শিকদারের (৪৪) মৃত্যু হয়েছে। কারাগার থেকে রোববার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর আড়াইটায় মৃত ঘোষণা করেন। মারামারি ও বিস্ফোরক মামলায় গত ২৭ জানুয়ারি থেকে তিনি কারাগারে ছিলেন। খুলনা জেলা কারাগারের জেল সুপার মোঃ নাসির উদ্দিন জানান, আকতার শিকদার রোববার দুপুর ২টার দিকে হার্ট এ্যাটাকে আক্রান্ত হন। এরপর এ্যাম্বুলেন্সে করে দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় কারারক্ষীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটায় তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, মারামারি ও বিস্ফোরক মামলায় গ্রেফতার হয়ে গত ২৭ জানুয়ারি আকতার শিকদার কারাগারে আসে। ২৯ জানুয়ারি ঠান্ডাজনিত সমস্যা ও ডায়াবেটিস রোগের কথা উল্লেখ করে তিনি কারা হাসপাতালের ডাক্তার দেখান। স্থানীয় লোকজন জানান, আকতার শিকদার তেরখাদা উপজেলার মোকামপুর গ্রামের কেরামত শিকদারের ছেলে। তার স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে আছে। আকতার শিকদারের চাচাতো ভাই মিলন শিকদার জানান, তার ভাই ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। ময়নাতদন্ত শেষে সোমবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তেরখাদা থানা পুলিশ জানায়, গত ৪ নভেম্বর মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনে থানায় একটি মামলা হয়েছিল। ওই মামলায় আসামি ছিলেন আকতার শিকদার।