খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আর্শেদ আলী মাতুব্বর সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন অত্র বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মাহমুদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. কাজী মোকলেছুর রহমান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অসাধারণ অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং উপস্থিত সবার হৃদয়ে দেশপ্রেম ও দেশত্ববোধ লালন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে সকলকে একত্রে কাজ করার আহ্বান জানান। বক্তারা বঙ্গবন্ধুর জীবনী ও স্মৃতিচারণমূলক ইতিহাস নির্ভর ঘটনাবলী আলোচনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র বিশ^বিদ্যালয়ের সেকশন অফিসার মোঃ শফিকুল ইসলাম, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ফারজানা শারমিন আনিকা, সিএসই বিভাগের প্রভাষক মেহেদী হাসান শান্ত প্রমূখ। এসময় বিভিন্ন বিভাগের প্রধানসহ বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন সিএসই বিভাগের প্রভাষক মাসুম রায়হান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক সাদিয়া সুলতানা। -প্রেস বিজ্ঞপ্তি