উপমহাদেশের বিশিষ্ট শিক্ষানুরাগী ও শিক্ষা সংস্কারক, সমাজহিতৈষী, সাহিত্যিক ও ছুফী সাধক খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এঁর ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মাহমুদ আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংঙ্কৃত করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য, ঢাকা আহ্ছানিয়া মিশনের ভাইস-প্রেসিডেন্ট ও খুলনা বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য ও ঢাকা আহ্ছানিয়া মিশনের ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর ড. কাজী শরীফুল আলম। আলোচনা সভায় বক্তাগণ হযরত খানবাহাদুর আহছানউল্লা (র.) এঁর জীবনাদর্শ, ধর্মচর্চা, শিক্ষা ক্ষেত্রে তার ভূমিকা এবং বর্ণাঢ্য কর্মময় জীবনী নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, হযরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) সমাজের সকল ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষদের সমানভাবে শ্রদ্ধা ও সম্মান করতেন এবং পীর কেবলার বর্ণাঢ্য কর্মময় জীবনের কিছুটা হলেও নিজেদের জীবনে বাস্তবায়নের আহ্বান জানান শিক্ষার্থীদের। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ও অনুষদের ডিন প্রফেসর ড. আর্শেদ আলী মাতব্বর, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানের দ্বিতীয়পর্বে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ইইই ও সিএসই বিভাগের প্রধান ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ শাহেদ আকন্দ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন সেকশন অফিসার মোঃ শফিকুল ইসলাম শফিক। -প্রেস বিজ্ঞপ্তি