সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শুল্কমুক্ত সুবিধায় হাজার হাজার টন চাল আমদানিতেও বাজারে প্রভাব পড়েনি বিএনপির মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শীতজনিত রোগীর চাপ রাজধানীসহ দেশের প্রতিটি হাসপাতালে বাড়ছে সাতক্ষীরা পৌর—মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ: হাইকোর্ট স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু সম্মেলনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত মোবাইল—ইন্টারনেটে কর প্রত্যাহার না হলে এনবিআর ঘেরাওয়ের হুঁশিয়ারি ভারত থেকে এলো ২৭ হাজার মেট্রিক টন চাল টিউলিপের উচিত ক্ষমা চাওয়া: ইউনূস বিজিবি—জনগণ ‘শক্ত অবস্থান’ নেওয়ায় ভারত পিছু হটেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির ডিসেম্বর মাসের সভা রবিবার সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হরতাল বা অবরোধের সময় সড়ক-মহাসড়কে পণ্য পরিবহনে অধিকতর নিরাপত্তার প্রয়োজন হলে ব্যবসায়িরা পুলিশের সহায়তা নিতে পারেন। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সড়কে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা, অপরাধ সংঘটন, মাদক পরিবহন বা বিক্রী বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করলে এসকল অপরাধ দমনে পুলিশ আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এ জেড এম তৈমুর রহমান সভায় জানান, বাজারে কিছু কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে নজর দেয়া প্রয়োজন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মেট্রোপলিটন পুলিশ তৎপর রয়েছে। ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন সভায় জানান, জেলায় ডেঙ্গুজ¦রের প্রকোপ কমেছে তবে এখনো হাসপাতালে এরোগে আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে। ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির শরীরে জ¦র, ব্যাথার মতো তীব্র উপসর্গ এখন কম দেখা যাচ্ছে, তবে বর্তমানে এজ¦রে আক্রান্ত ব্যক্তির শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গ, যেমন হার্ট, কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা বাড়ছে। সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি বৃদ্ধি করা প্রয়োজন। আমদানিকারক বা পাইকারী বিক্রেতা পণ্যবিক্রীতে পাকা রশিদ প্রদান করলে খুচরা পর্যায়ে পণ্যের মূল্যে কারসাজির সুযোগ কমে যায়। তাই পাকা রশিদ প্রদানের বিষয়টি নিশ্চিত করতে হবে। আমদানি পর্যায়ে ও খুচরা বাজারে পণ্যের মূল্যে অযৌক্তিক পার্থক্য থাকা ঠিক নয়। তিনি আরও বলেন, সুন্দরবন বা এর সংলগ্ন এলাকায় হরিণ শিকার বন্ধে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও সজাগ থাকতে হবে। আসন্ন নির্বাচনকে কেন্দ্রকরে কোন প্রকার গুজব, অপপ্রচার রোধ করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সচেতন হতে হবে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুসেইন খাঁন সভায় বিগত মাসে খুলনা জেলা ও মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত নভেম্বর মাসে ৯৯টি মামলা দায়ের হয়েছে, যা বিগত অক্টোবর মাসে দায়ের হওয়া মামলা সংখ্যার চেয়ে ৬৬টি কম। খুলনা মহানগরী অধিক্ষেত্রে নভেম্বর মাসে ১৬৫টি মামলা দায়ের হয়েছে, যা বিগত অক্টোবর মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ৭৩টি কম। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। -তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com