খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মে মাসের সভা মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম আল—বেরুনী জানান, জেলা পুলিশের আওতাধীন এলাকায় দিনের বিভিন্ন সময় নিয়মিত টহল ও বিশেষ চেকপোস্টের মাধ্যমে পুলিশি তদারকি চলমান আছে। সাইবার অপরাধ দমনে পুলিশের বিশেষ টিম সার্বক্ষণিক কাজ করছে। আসন্ন কোরবানির ঈদে পশুর হাট ব্যবস্থাপনা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেকোন ধরণের অবনতির চেষ্টা প্রতিহত করা হবে। সভায় মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ হুমায়ুন কবির জানান, মাদক প্রতিরোধ ও মাদককেন্দ্রিক সবধরণের অপরাধ দমনে মেট্রোপলিটন পুলিশ অতীতের যে কোন সময়ের তুলনায় অধিক সক্রিয় রয়েছে। খুলনায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেন এমন অপরাধীদের বিরুদ্ধে সম্প্রতি অভিযান পরিচালনা করে কয়েকজনকে আটক করা হয়েছে। একই সাথে সংশ্লিষ্টদের কাছ থেকে অস্ত্র, মাদক ও মাদক বিক্রির অর্থ আটক করা হয়েছে। পুলিশ এসময়ে মাদকের বেশ কিছু স্পট বন্ধ করতে সক্ষম হয়েছে। মাদক বিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে সিটি কর্পোরেশন এলাকার প্রতিটি ওয়ার্ডে সুধী সমাবেশ আয়োজন করা হচ্ছে। সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন রাস্তা বন্ধ করে উন্নয়ন কাজ চলায় যানজট সৃষ্টি হয়। পুরোপুরি যানচলাচল বন্ধ না করে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা গেলে যানজটের কারণে নগরবাসীর ভোগান্তি কমতে পারে। সভায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমান জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস, মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ পৃথকভাবে এপ্রিল মাসে মাদকের বিরুদ্ধে মোট এক হাজার পাঁচশত ৬৩টি অভিযান পরিচালনা করে। অভিযানে মোট একশত ২৭টি মামলা দায়ের করা হয়। মামলাগুলোয় মোট আসামির সংখ্যা একশত ৪৬ জন। সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, আসন্ন পবিত্র ঈদ—উল—আযহা উপলক্ষ্যে পশুর হাট স্থাপন ও নির্বিঘ্নে পরিচালনার জন্য তদারকি বাড়ানো দরকার। একই সাথে হাটগুলোয় জাল টাকার বিস্তার, ছিনতাই, গবাদি পশু নির্দিষ্ট হাটে আনার জন্য জোর—জবরদস্তির ঘটনা যাতে না ঘটে সেজন্য সচেতন থাকতে হবে। ঈদে রেল ও বাসের টিকিট কালোবাজারি বন্ধে গত রোজার ঈদের সময় গৃহীত পদক্ষেপের মতো অনুরূপ ব্যবস্থা নিতে হবে। খুলনা শহরের সামাজিক শৃঙ্খলা মাদক ও মাদক সংশ্লিষ্ট অপরাধের কারণে যাতে নষ্ট না হয়, সেদিকে দৃষ্টি রাখা দরকার। অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট দীপংকর দাশ সভায় বিগত মাসে খুলনা জেলা ও মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। খুলনা জেলায় এপ্রিল মাসে রাহাজানি ০১টি, চুরি ১২টি, খুন ০৬টি, অস্ত্র আইনে ০৭টি, ধর্ষণ ০৫টি, মাদকদ্রব্য বিষয়ক ৩৯টি এবং অন্যান্য ৬৪টিসহ মোট ১৫৪টি মামলা হয়েছে যা বিগত মার্চ মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ১০টি কম। মহানগরে এপ্রিল মাসে চুরি ২৩টি, খুন ০২টি, অস্ত্র আইনে ০৫টি, দ্রুত বিচার ০২টি, ধর্ষণ ০৬টি, অপহরণ ০১টি, নারী ও শিশু নির্যাতন ০৯টি, মাদকদ্রব্য বিষয়ক ৫৪টি এবং অন্যান্য ৫৩টিসহ মোট ১৫৫টি মামলা হয়েছে যা বিগত মার্চ মাসের চেয়ে ১৫টি কম। সভায় উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা—সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। —তথ্য বিবরণী