খুলনা প্রতিনিধি ॥ খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে ইয়াবা সহ ২জন কে গ্রেপ্তার করেছে। তারা হল রূপসা থানার নন্দনপুর গ্রামের ওহাব আলীর পুত্র বিল্লাল আকন (৩৯) একই গ্রামের আনোয়ার গাজীর পুত্র সজল গাজী(২৯) ডিবি সুত্রে জানা গেছে। গোপন সংবাদ এর ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম গত কাল সন্ধ্যা ১৮: ১৫ মিঃ সমায় রূপসা থানা ধিন শ্রীফলতলা গ্রামের ইউনুস সরদার এর বাড়ীর সামনে হতে ২০পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামীদের হাতে নাতে গ্রেপ্তার করে। ডিবির এস আই ইমরুল করিম বাদী হইয়া রূপসা থানায় মামলা পূর্বক আসামীদের জেল হাজতে প্রেরণ করিয়াছেন। ডিবির এস আই ইমরুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।