সিরাজুল ইসলাম খুলনা থেকে ॥ খুলনা জেলা দিঘলিয়া উপজেলায় ৩ টি মালিকানা ধীন জুটমিলের সহস্র ধিক শ্রমিক পাট সংকটের কারনে আবারো বেকার হয়ে যেতে বসেছে। শেখ রাসেল গোডাউনে পাট কম থাকায় যাচাই শ্রমিকরা তাস খেলে সময় কাটাচ্ছে। দিগলিয়াস্ত জামান জুটমিল কর্পোরেশনে প্রায় ৭ শত শ্রমিক জীবন জীবিকা নির্বাহ করে আসছে চলতি বছরে পাট সংকটের কারনে মিলটি আর বেশিদিন চালানো যাবে না বলে জানালেন মিলের নির্বাহি পরিচালক মোঃরিপন মোল্লা। তিনি আরো জানান আমরা ব্যাংক লোন ছাড়া, মিলটি চালিয়ে যাচ্ছি, বর্তমান নগদ টাকা দিয়ে পাট কিনতে পারছি না। প্রথম দিকে যে পাট কিনে রেখে ছিলাম তা দিয়েই মিল চালিয়ে আসছি। আর বেশিদিন চালানো যাবেনা। নতুন পাট না কিনতে পারলে মিলটি অতি দ্রুত বন্ধ হয়ে যাবে। ভৈরব নদীর কোল ঘেষে সাগর জুট ইন্ডার্ট্রি ও সুরমা জুট ইন্ডাস্ট্রি পাট সংকটে মাঝে মাঝে বন্ধ হয়ে পড়ে তাতে হাজারো শ্রমিকের বিপাকে পড়তে হয়। পাকিস্তান আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সহধর্মিণী ফজিলাতুন্নেছার নামে দিঘলিয়া উপজেলায়র ভৈরব নদীর কোল ঘেষে ৪ বিঘা জমি কিনে রাখে সেই জমির উপর ২টি গোডাউন পাট ভরা থাকে। এখানে প্রায় ৪/৫শত শ্রমিক লোড আনলোড ও যাচাই কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে। বর্তমান গোডাউন ২ টি পাট শুন্য হওয়ার পথে শ্রমিরা অনেকে বেকার অল্প কিছু শ্রমিক অর্ধবেলা কাজ করছে বাকি সময় তাস খেলছে। অতি দ্রুত পাট সংগ্রহ করতে না পারলে বেকার হয়ে পড়বে সহস্রধিক শ্রমিক।