খুলনা প্রতিনিধি ॥ খুলনা -যশোর মহাসড়কের দৌলতপুর সরকারি বি এল কলেজের সামনে নির্মাণ হচ্ছে দৃষ্টি নন্দন ফুট ওভার ব্রীজ। ব্রীজটি নির্মানে ব্যায় ধরা হয়েছে ৩ কোটি ৫৪ লাখ ৬৮ হাজার ৪১৬ টাকা। ব্রীজটি নির্মাণের জন্য বাস্তবায়নকারী সংস্থা খুলনা সড়ক ও জনপদ বিভাগ চলতি বছরের ১৯ শে মে কংক্রিট এন্ড ষ্টিল টেকনোলজি লিঃআবিদ মুনসুর কনস্ট্রাকশন (জেবি) নামে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কে কার্যাদেশ প্রদান করে। কার্যাদেশ অনুযায়ী চলতি বছরের ৩০ শে ডিসেম্বরের মধ্যে ব্রীজটির নির্মাণ কাজ শেষ করে এটি সর্ব সাধারণের জন্য উম্মুক্ত করার কথা রয়েছে। ব্রীজটি নির্মিত হলে সরকারি বি এল কলেজ ও দৌলতপুর দিবা/নৈশ কলেজের ছাত্র ছাত্রী সহ সাধারণ পথচারীদের রাস্তা পারা পারের সু ফল বয়ে আনবে। উন্নয়নের ধারাবাহিকতায় খুলনাকে আধুনিকায়নের প্রচেষ্টায় নগর পিতা তালুকদার আবদুল খালেক পরিপুর্ণতা এনে দিবে। খুলনায় আরো ৬টি ফুট ওভার ব্রীজ নির্মান করলে যানযট অনেকটা কমে পাবে।