খুলনা প্রতিনিধি ॥ খুলনা পুলিশ নারী কল্যান সমিতির উদ্যোগে শিশু কিশোরদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় খুলনা মহানগর হোটেল সিটি ইনে সেমিনারে খুলনা পুলিশ নারী কল্যান সমিতির উপদেষ্টা রওশন জাহান নুপুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যান সমিতি সভানেত্রী ডা: তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। অন্যান্যদের মদ্যে উপস্থিত ছিলেন বিএল কলেজের প্রিন্সিপালন শরীফ আতিকুজ্জামান, ডা: সোহেল হাসান, খুলনা প্রেসক্লাব সভাপতি মো: নজরুল ইসলাম প্রমখ।