খুলনা প্রতিনিধি \ গতকাল ৬ মে সকালে বয়রাস্থ পুলিশ লাইন হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে ‘আইজিপি শিক্ষাবৃত্তি—২০২৪’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার কৃতি শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তির সম্মাননা তুলে দেন এবং তাদের সফল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, আমাদের সন্তানেরা কেউ দৌড়ে ভালো—কেউ সাঁতারে ভালো, কেউ উড়তে ভালো। মানুষ হিসাবে আমরা কেউ অংকে ভালো, কেউ বিজ্ঞানে ভালো, কেউ বাংলায় ভালো, কেউ গান, কেউ হয়তো ছবি আঁকায় সুতারাং ‘জ্যাক অব অল ট্রেড’ হওয়ার চেষ্টা করবো না। মেধাবী শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তাদের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের উন্নয়ন নিশ্চিত করতে হবে। এছাড়াও শিক্ষা ব্যবস্থার আরও উন্নয়ন, ক্লাসের পরিবেশ মনোরম ও মানসম্মত করতে হবে। আমাদের শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। প্রযুক্তি, ভাষাগত দক্ষতা এবং নৈতিক শিক্ষা অর্জনেও মনোযোগী হতে হবে। শিক্ষদের শিক্ষা দানের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত জ্ঞানার্জন করা এবং ছাত্রদের মাঝে জ্ঞান আহরণের আগ্রহ সৃষ্টি করা। এবার পুলিশ লাইন হাই স্কুলের ২০২৪ সালে এসএসসিতে জিপিএ—৫ প্রাপ্ত মোট ১০ জন শিক্ষার্থী সামিনা আক্তার জয়া, মোঃ সালমান হোসাইন সজিব, জয় কুমার বিশ্বাস, মোছাঃ রাইসা আনজুম পায়েল, মোঃ মুরাদ হোসেন, মোঃ সামিউল ইসলাম, মোঃ ইয়াসির আহমেদ, জীবন কুমার দাস, তানভীর আহমদ খান এবং মোছা: ইসরাত জাহান ইয়ানা আইজিপি শিক্ষাবৃত্তির সম্মাননাপ্রাপ্ত হয়েছে। এ সময় ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই অতিঃ দায়িত্বে পিওএম) মেরিনা আক্তার; অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শেখ নূরল ইসলাম এবং পুলিশ লাইন হাই স্কুল প্রধান শিক্ষক মোহাম্মদ তরিকুল ইসলাম—সহ পুলিশ অফিসারবৃন্দ এবং স্কুলের ছাত্র—ছাত্রী ও শিক্ষক—শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।