রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে ভৈরব কিংস চ্যাম্পিয়ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

ডুমুরিয়া প্রতিনিধি \ খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে ভৈরব কিংস ৭৯ রানের বিশাল ব্যবধানে রূপসা রাইডার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রোববার দুপুরে খুলনা জেলা স্টেডিয়ামে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি উপ—পরিষদের আহবায়ক এম এ হাসান। ক্রীড়া ও সংস্কৃতি উপ—পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মিলনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও ভৈরব কিংস দলের টিম ওনার মোঃ মিজানুর রহমান মিলটন, ক্লাবের কার্যনির্বাহী সদস্য কৌশিক দে, রূপসা রাইডার্স দলের টিম ওনার ও ক্লাবের কার্যনির্বাহী সদস্য আহমদ মুসা রঞ্জু ও কার্যনির্বাহী সদস্য আশরাফুল ইসলাম নূর প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোঃ আনিসুজ্জামান, কপোতাক্ষ রয়েলর্স দলের টিম ওনার ও ক্লাব সদস্য মোঃ তরিকুল ইসলাম, ক্লাব সদস্য মোস্তফা জামাল পপলু, মোঃ এরশাদ আলী, মোঃ রাশিদুল ইসলাম, কে এম জিয়াউস সাদাতসহ সাংবাদিক ও অতিথিবৃন্দ। টুর্নামেন্টে অংশ নেওয়া ৪টি দলের মধ্যে লিগ পর্যায়ের খেলা শেষে শীর্ষে থাকা দুই দল রূপসা রাইডার্স ও ভৈরব কিংস দলের মধ্যে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাট করে ভৈরব কিংস ৫ উইকেট হারিয়ে ১৬১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ইমাম হোসেন সুমন ৪৬ বলে সর্বোচ্চ ৪১ রান করেন। এছাড়া জাকারিয়া হোসেন তুষার ৩৭ বলে ৩৭ রান, আরাফাত হোসেন অনিক ২১ বলে ২৮ রান ও বেল্লাল হোসেন সজল ১০ বলে ১৬ রান করেন। রূপসা রাইডার্স দলের পক্ষে আল মাহমুদ প্রিন্স, বিমল সাহা ও বশির হোসেন ১টি করে উইকেট তুলে নেয়। ১৬২ রানের জবাবে ব্যাট করতে নেমে রূপসা রাইডার্স দলের ব্যাটসম্যানরা ৫ উইকেটে ৮২ রান করতে সক্ষম হয়। ফলে ৭৯ রানের বড় ব্যবধানে পরজিত করে ভৈরব কিংস চ্যাম্পিয়ন হয়। রূপসা রাইডার্স দলের পক্ষে মারুফ মিনা ৪৩ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন। বিজয়ী দলের পক্ষে বেল্লাল হোসেন সজল ২টি উইকেট নেন। এছাড়া জাকারিয়া হোসেন তুষার ৩টি উইকেট ও ৩৭ রান সংগ্রহ করার তাকে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত করা হয়। টুর্নামেন্ট শেষে লিগ পর্যায়ের ৬টি খেলার ম্যান অব দা ম্যাচের জন্য পুরস্কার প্রদান করা হয়। এছাড়া সেরা ফিল্ডার হিসেবে শিবসা চ্যালেঞ্জার্স দলের অধিনায়ক মোহাম্মদ আলী সনি এবং সেরা বোলার হিসেবে একই দলের মোঃ হেদায়েৎ হোসেন মোল্লাকে পুরস্কৃত করা হয় এবং সেরা ক্যাচের জন্য পুরস্কার পেয়েছেন ভৈরব কিংস দলের প্রশান্ত কুমার বাছাড়। এছাড়া ম্যান অব দা সিরিজ ও সেরা ব্যাটার হিসেবে কপোতাক্ষ রয়েলস দলের অধিনায়ক শেখ আজিজুর রহমান তন্ময়কে পুরস্কৃত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com