স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে তথ্য অধিকার আইন ও বিধি বিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরন বিষয়ক খুলনা বিভাগীয় পর্যায়ে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল খুলনাস্থ হোটেল ওয়েস্টার্ন মিলনায়তনে কর্মশালায় দশ জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই সুপার, সহকারী জেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, বিদ্যুৎসাহী, প্রধানশিক্ষক সহ প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট দায়িত্বশীলরা অংশ নেনা। খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোঃ মোসলেম উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোছা: নুরজাহান খাতুন, বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা দপ্তরের পরিচালক (প্রশাসন) এসএম আনছারুজ্জামান, প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন উপ পরিচালক এমামুল ইসলাম, অধিদপ্তরের শিক্ষা অফিসার আজাহার হোসেন, মাজেদা খাতুন, ও কানিজ ফাতেমা। প্রধান অতিথি কর্মশালায় অংশ গ্রহনকারীদের উদ্দেশ্যে বলেন প্রশিক্ষনের বিকল্প নেই। শেখার,জানার এবং বোঝারও শেষ নেই। আমরা প্রতিনিয়ত এবং প্রতি মুহুর্তে শিখছি জানছি। আমরা যারা সরকারের কর্মকর্তা এবং কর্মচারী তারা অবশ্যই প্রতিমুহুর্তে জনগনের সেবায় নিয়োজিত। আমাদের দেশে অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্র বির্নিমান হয়েছে। তথ্য পাওয়া নাগরিকের অধিকার। দেশউন্নয়নের ধারাবাহিকতায় আরও অধিকতর উন্নয়নের লক্ষে কাজের প্রতি আন্তরিক হতে হবে। প্রশিক্ষন লব্দ জ্ঞান আমরা প্রয়োগ করবো। তথ্য প্রবাহের ক্ষেত্র নিশ্চিত করনের আহবান জানানোর পাশাপাশি প্রাথমিক শিক্ষাকে সর্বাত্মক ভাবে এগিয়ে নিতে আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান। অত্যন্ত সাবলিন মনোমুগ্ধকর রাখেন প্রধান অতিথি অতিরিক্ত সচিব মোছা: নুরজাহান,সভাপতির বক্তৃতায় প্রাথমিকের খুলনা বিভাগীয় উপ পরিচালক মোঃ মোসলেম উদ্দিন বলেন আমরা প্রজাতন্ত্রের কমকর্তা কর্মচারিরা দৃশ্যতঃ জনগনের সেবক। প্রাথমিক শিক্ষার সাথে আমরা যারা জড়িত তারা অধিকতর ভাগ্যবান কারনজাতিগঠনের প্রথম ক্ষেত্রে আমরাই নিবেদিত। বর্তমান সরকার তথ্য প্রবাহের অবাধক্ষেত্র নিশ্চিত করেছে। তথ্য পেতে জনসাধারন যেন ভোগান্তীর শিকার না হয় তানিশ্চিত করতে হবে। তথ্য অধিকার আইন অনুসরন করে যে সকল বিষয়ে তথ্য দেওয়া যায় সেগুলো দিতে হবে। আর যে সকল বিষয়ে বাধ্যবাধকতা আছে তা থেকে বিরত থাকতে হবে।তিনি আরও বলেন অবাধ তথ্য প্রবাহ সুশান,সচ্ছতা শুদ্ধচর্চার ক্ষেত্র নির্মান করে। আমরা যে যার অবস্থান হতে তথ্য প্রবাহ নিশ্চিত করতে যেন কার্পন্য না করি। তিনি কর্মশালয় অংশগ্রহণকারী প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদজানান।