স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সুপ্রীম কোর্টের মাননীয় বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেন সাতক্ষীরা ও খুলনা জজশীপ পরিদর্শনে আসছেন। তিনি আগামীকাল সকাল ৭টা ৪৫মিঃ মাননীয় বিচারপতি বাসভবন থেকে সুপ্রীম কোর্টের পতাকাবাহী সরকারী গাড়ীতে কমলাপুর রেলওয়ে স্টেশন পৌছাবেন। সকাল ৮.১৫ মি: সুন্দরবন এক্সপ্রেস ট্রেনযোগে খুলনা উদ্দেশ্যে রওনা হবেন। বিকাল সাড়ে ৫টায় খুলনা সার্কিট হাউজে পৌছাবেন এবং মনিটরিং কার্যক্রম পরিচালনা করবেন। আগামী রবিবার সন্ধ্যায় খুলনা সার্কিট হাউজ হতে সড়ক পথে সাতক্ষীরা সার্কিট হাউজে পৌছাবেন। এবং মনিটরিং কার্যক্রম পরিচালনা করবেন। বুধবার দুপুরে সাতক্ষীরা সার্কিট হাউজ হতে সড়ক পথে যশোর রেলওয়ে স্টেশন পৌছাবেন। পরবর্তিতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনযোগে ঢাকায় পৌছাবেন। ডেপুটি রেজিস্ট্রাস(প্রটোকল) যুগ্ম জেলা জজ মো: আব্দুস সালাম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।