খুলনা প্রতিনিধি \ গত ৩১ ডিসেম্বর খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) হিসেবে কর্মরত মোঃ জালাল উদ্দিন দীর্ঘ চাকুরী জীবন শেষে পিআরএল এ যাওয়ায় তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। কেএমপি সদর দপ্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার তাকে ফুলেল শুভেচ্ছা এবং স্মৃতিস্মারক প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিদায়ী অতিথির কেএমপিতে কর্মকালের স্মৃতিচারণ করেন। পুলিশ কমিশনার বিদায়ী অতিথির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন। এ সময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স, অতিঃ দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন্স) আবু রায়হান মোহাম্মদ সালেহ—সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।