বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন

খুলনা মেট্রোপলিটন পুলিশের মাসিক সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

খুলনা প্রতিনিধি \ গতকাল সকাল ১০টায় খুলনা বয়রাস্থ পুলিশ লাইন্সে কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার। অপরাধ পর্যালোচনা সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোঃ কুতুব উদ্দিন। সভায় জানুয়ারি ২০২৫ মাসের মাদক ও অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাই এবং হত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধ সংক্রান্তে পর্যালোচনা করা হয়। এ ধরনের অপরাধ প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। নগরীতে ফৌজদারি অপরাধ সংঘটন ও অনাকাঙ্খিত পরিস্থিতি প্রতিহত করতে তথ্য—প্রযুক্তির নতুন নতুন কৌশল ব্যবহার করে আইন—শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পুলিশ কশিশনার সংশ্লিষ্ট অফিসারদেরকে নির্দেশনা প্রদান করেন। সভায় নগরীতে আইন—শৃঙ্খলা রক্ষার্থে পেশাগত দায়িত্ব পালনকারী চৌকস অফিসারদেরকে তাদের সাফল্যের জন্য নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়। অপরাধ সভায় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স, অতিঃ দায়িত্বে ট্রাফিক এন্ড প্রটোকল) আবু রায়হান মোহাম্মদ সালেহ—সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com