খুলনা প্রতিনিধি \ গতকাল ১৩ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ০৯:৩০ ঘটিকায় খুলনা নগরীর বয়রাস্থ পুলিশ লাইনে কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। অপরাধ পর্যালোচনা সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান। সভায় মার্চ ২০২৫ মাসের মাদক ও অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাই এবং হত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধ সংক্রান্তে পর্যালোচনা করা হয়। একইসাথে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতারকৃত সন্ত্রাসীদের সহযোগীদের অবস্থান সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ সম্পর্কে আলোচনা করা হয়। অতঃপর বাঙ্গালীর প্রাণের উৎসব বাংলা নববর্ষকে উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় পুলিশ কমিশনার “নিরাপদ বাসযোগ্য নগরী গড়ার প্রত্যয়” নিয়ে দিবারাত্র অক্লান্ত পরিশ্রম করে পূর্বের তুলনায় নগরীর আইন শৃঙ্খলার উন্নতিতে বিশেষ ভূমিকা রাখায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদেরকে পুরস্কৃত করেন। তিনি ফৌজদারি অপরাধ সংঘটন ও অনাকাঙ্খিত পরিস্থিতি প্রতিহত করতে তথ্য—প্রযুক্তির নতুন নতুন কৌশল ব্যবহার করে আইন—শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট অফিসারদেরকে নির্দেশনা প্রদান করেন। অপরাধ সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারগন উপস্থিত ছিলেন।