খুলনা প্রতিনিধ \ গতকাল সকালে খুলনা মেট্রোপাল্টান পুলিশ জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। সমাজের বিভিন্ন শ্রেণী—পেশার মানুষের কাছে গিয়ে পুলিশের প্রতি তাদের প্রত্যাশার কথা শোনার জন্য বিভিন্ন কমিউনিটির সাথে সুধী সমাবেশের আয়োজন করা হইয়াছে। মহানগরীর লবণচরা থানাধীন জিরোপয়েন্ট বাস কাউন্টারের সামনে বাস মালিক ও শ্রমিকদের অংশগ্রহণে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু মতবিনিময়কালে পুলিশের প্রতি জনগণের প্রত্যাশার পাশাপাশি নাগরিকদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা করেন। তিনি সমাবেশে উপস্থিত বাস মালিক ও শ্রমিকদের প্রত্যাশার কথা শ্রবণ করেন। এই প্রোগ্রাম সকল শ্রেণী—পেশার মানুষের কাছে না পৌঁছানো পর্যন্ত চলমান থাকবে।