বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিনিয়ত ভাংগনে ইছামতি ও কালিন্দী নদী \ ছোট হয়ে আসছে সাতক্ষীরা \ বাংলাদেশ হারাচ্ছে ভূ—খন্ড \ স্থায়ী সমাধান জরুরী প্রয়োজন মেগা প্রকল্প গ্রহণ \ এখনই সময় দেবহাটা সর: পাইলট হাইস্কুলের শহীদ মিনার উদ্বোধনী ও পুরস্কার বিতরণ দেবহাটা রিপোটার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ দেবহাটায় তারুণ্যের উৎসব উদযাপনে পরিচ্ছন্নতা অভিযান শ্যামনগরে গর্ভবতী গরু জবাই \গ্রাম্যমান আদালতে ব্যবসায়ীকে জরিমানা সাতক্ষীরায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সাতক্ষীরায় প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার মনিরুল ইসলাম রসুলপুর জান্নাতুল ফিরদাউস কুরআনিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাদ ঢালাই উদ্বোধন ডুমুরিয়ার বিল ডাকাতিয়ায় সাড়ে ৪ হাজার হেক্টর আবাদী জমিতে বোরো চাষ অনিশ্চিত খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা রেঞ্জের টানা চতুর্থবার শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

মীর আবু বকর ॥ খুলনা রেঞ্জের টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। গতকাল সকাল ১০ টায় সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা খুলনা রেঞ্জ ডিআইজির কনফারেন্স রুমে খুলনা ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম সভাপতিত্বে সভায় খুলনা বিভাগের সকল জেলার তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনা করে সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এর হাতে শ্রেষ্ঠ পুলিশ সুপারের সম্মাননা ক্রেস্ট তুলে দেন খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম। পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান যোগদানের পর থেকে জেলায় নাশকতাকারীদের গ্রেপ্তার, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার, চোরা কারবারীদের দমনে গ্রেফতার, ওয়ারেন ভুক্ত আসামি আটক, নিয়মিত মামলার আসামি আটক এবং বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধারের অসামান্য অবদান রাখায় তাকে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচন করা হয়েছে। টানা চতুর্থবার খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়ে খুলনা বিভাগের মধ্যে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। এছাড়া রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম হতে থাকে শ্রেষ্ঠ সার্কেলের সম্মাননা ক্রেস্ট গ্রহণ করে সাতক্ষীরা সদর সার্কেল অতিঃ পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, এবং শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন কলারোয়া থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের অতিঃ ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ নিজামুল হক মোল্যা, অতিঃ ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব চৌধুরী বিপিএম, অতিঃ ডিআইজি কমান্ড্যান্ট আরআরএফ নওরোজ হাসান তালুকদার সহ খুলনা রেঞ্জের ১০ জেলার পুলিশ সুপারবৃন্দ ও সকল ইন-সার্ভিস টেনিং সেন্টারের কমান্ড্যান্টবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com