মীর আবু বকর ॥ খুলনা রেঞ্জের টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। গতকাল সকাল ১০ টায় সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা খুলনা রেঞ্জ ডিআইজির কনফারেন্স রুমে খুলনা ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম সভাপতিত্বে সভায় খুলনা বিভাগের সকল জেলার তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনা করে সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এর হাতে শ্রেষ্ঠ পুলিশ সুপারের সম্মাননা ক্রেস্ট তুলে দেন খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম। পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান যোগদানের পর থেকে জেলায় নাশকতাকারীদের গ্রেপ্তার, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার, চোরা কারবারীদের দমনে গ্রেফতার, ওয়ারেন ভুক্ত আসামি আটক, নিয়মিত মামলার আসামি আটক এবং বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধারের অসামান্য অবদান রাখায় তাকে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচন করা হয়েছে। টানা চতুর্থবার খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়ে খুলনা বিভাগের মধ্যে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। এছাড়া রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম হতে থাকে শ্রেষ্ঠ সার্কেলের সম্মাননা ক্রেস্ট গ্রহণ করে সাতক্ষীরা সদর সার্কেল অতিঃ পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, এবং শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন কলারোয়া থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের অতিঃ ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ নিজামুল হক মোল্যা, অতিঃ ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব চৌধুরী বিপিএম, অতিঃ ডিআইজি কমান্ড্যান্ট আরআরএফ নওরোজ হাসান তালুকদার সহ খুলনা রেঞ্জের ১০ জেলার পুলিশ সুপারবৃন্দ ও সকল ইন-সার্ভিস টেনিং সেন্টারের কমান্ড্যান্টবৃন্দ উপস্থিত ছিলেন।