স্টাফ রিপোর্টার: টানা তৃতীয় বারের মত খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। গতকাল সকালে খুলনা রেঞ্জ ডিআইজি সম্মেলন কক্ষে আগষ্ট মাসের অপরাধ পর্যালোচনা সভার সভাপতি খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম (বার) পিপিএম সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এর হাতে শ্রেষ্ঠ পুলিশ সুপারের সম্মাননা স্মারক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন অতি: ডিআইজি (প্রশাসন ও অর্থ) নিজামুল হক, অতি: ডিআইজি (ক্রাইম এন্ড ম্যানেজমেন্ট) জয়দেব চৌধুরী, অতি: ডিআইজি (আরআরএফ) নওরোজ হাসান তালুকদার সহ খুলনা বিভাগের দশ জেলার পুলিশ সুপার ও ইনসার্ভিস টের্নিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার উপস্থিত ছিলেন। জানাগেছে, আগস্ট মাসের অপরাধ দমন সাজাপ্রাপ্ত আসামী আটক, সঠিক সময়ে তদন্ত কার্য সম্পন্ন সহ পুলিশের বিভিন্ন কর্মকান্ডের গুরুত্বপুর্ণ ভূমিকা রাখায় পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম কে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত করা হয়।