স্টাফ রিপোর্টার ঃ খুলনা রেঞ্জ ডিআইজি ডঃ খন্দকর মহিদ উদ্দিন বিপিএম (বার) কে ফুলেল শুভেচ্ছা জানালেন সাতক্ষীরা নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। গতকাল রেঞ্জ কার্যালয়ে খুলনা রেঞ্জের পাঁচ জেলার পুলিশ সুপারগনও ফুলেল শুভেচ্ছা জানান। এসময় ডিআইজি পুলিশ সুপারদের জেলা পরিচালনার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন। সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জেলা পরিচালনায় সহযোগিতা কামনা করেন ও ডিআইজিকে ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (অপারেশন) মোঃ আতিকুর রহমান সহ পুলিশের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ।