খুলনা প্রতিনিধি ॥ খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজর ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মিরা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গত ১০ অক্টোবর সংবাদ মাধ্যম পাঠানো এক বিবৃতিতে তারা পদত্যাগের ঘোষণা দেন তারা। কলেজের ২৫ জন নেতা কর্মির পক্ষে বিবৃতিতে স্বাক্ষর করে আহবায়ক মহরম হাসান মহিম সদস্য সচিব সাব্বির হোসেন, পদত্যাগকৃতরা হলেন,আহবায়ক মহরম হাসান মাহিম, সদস্য সচিব সাব্বির শেখ, যুগ্ম আহবায়ক আহাদ জিহান,ইসারাত সুলতানা ঋতু, কৌশিক মন্ডল, হামিম মহমুদ রকি,মন্জুরুল ইসলাম জিহাদ,আরফিন মামুন,যুগ্ম সদস্য সচিব জয়দেব মিস্ত্রি, ঋতু পর্ণা সরকার, মোস্তফা সারওয়ার, মোঃসালমান সরকার, মুকুট মন্ডল,আশিক আহমেদ, কার্য নীর্বাহি সদস্য সাইদ জাকির, সাফায়েত ইসলাম, মোঃ সাকিব, মোঃ রায়হান, মিম ইসলাম, মোঃ জুবায়ের ইসলাম, তিসা আক্তার, আশরাফুল ইসলাম, মোঃ রিয়াদ ইসলাম, সুরাইয়া আক্তার ও আব্দুর রহিম।