এফএনএস: আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে ব্যর্থ হওয়ায় খুলনা মহানগরের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবিলম্বে অপসারণের দাবি করেছে খুলনা বিএনপি। বিশেষ করে খুলনা থানা এলাকার আইনশৃংঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় ২৪ ঘণ্টার মধ্যে সদর থানার ওসি মুনীর উল গিয়াসকে অপসারণের দাবি জানিয়েছে দলটি। অন্যথায় খুলনা জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর ঘেরাও কর্মসূচিসহ খুলনা অচল কর্মসূচি ঘোষণার হুমকি দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে কেডি ঘোষ রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনের সড়কে খুলনা মহানগরে আইন—শৃঙ্খলার চরম অবনতি, ৩০ নং ওয়ার্ড বিএনপি নেতা আমির হোসেন বোয়িং মোল্লা ও ২১ নং ওয়ার্ড যুবদলের সহ—সভাপতি মানিক হাওলাদার হত্যাকাণ্ড, ২৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. শাহিন ও ছাত্রদল কর্মী নওফেলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মহানগর ও জেলা বিএনপির প্রতিবাদী বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশে বিএনপির নেতারা বলেন, গত পাঁচ মাসে পুলিশ প্রশাসনের নির্লিপ্ততায় খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। বিএনপির দুজনসহ গত ৪ মাসে মহানগরে ১০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ প্রশাসন অপরাধীদের গ্রেপ্তারে সম্পূর্ণ ব্যর্থ। এ ছাড়া মাদক ব্যবসা বন্ধ, বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার, খুন, জখম, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রবণতা বৃদ্ধি পেলেও পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করছে না। পুলিশের সঙ্গে সখ্য রেখে অপরাধীরা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। নগরবাসী চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থেকে শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ কর্মকর্তাদের দায়িত্বে থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেন বিএনপির নেতারা। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, স. ম আ রহমান, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, খান জুলফিকার আলী জুলু, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, তৈয়েবুর রহমান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, গাজী তফসির আহমেদ, মোল্লা খায়রুল ইসলাম, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক সজল প্রমুখ। সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পিসি রায় রোড, যশোর রোড, ফেরিঘাট ঘুরে স্যার ইকবাল রোড হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় পুলিশ প্রশাসনের ব্যর্থতা ও অপসারণ নিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।