সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শুল্কমুক্ত সুবিধায় হাজার হাজার টন চাল আমদানিতেও বাজারে প্রভাব পড়েনি বিএনপির মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শীতজনিত রোগীর চাপ রাজধানীসহ দেশের প্রতিটি হাসপাতালে বাড়ছে সাতক্ষীরা পৌর—মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ: হাইকোর্ট স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু সম্মেলনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত মোবাইল—ইন্টারনেটে কর প্রত্যাহার না হলে এনবিআর ঘেরাওয়ের হুঁশিয়ারি ভারত থেকে এলো ২৭ হাজার মেট্রিক টন চাল টিউলিপের উচিত ক্ষমা চাওয়া: ইউনূস বিজিবি—জনগণ ‘শক্ত অবস্থান’ নেওয়ায় ভারত পিছু হটেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকে জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

বটিয়াঘাটা (খুলনা) অফিস ॥ খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক বিরোধী দলীয় হুইপ বীরমুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ বলেছেন, সমবায়ের ভিত শক্ত হলে সাধারণ জনগণ উপকৃত হবে। এজন্য সমবায়কে ঢেলে সাজাতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় সমিতিকে গুরুত্ব দিয়ে গ্রাম পর্যায়ে প্রতিটি অঞ্চলে সংগঠন করার জন্য নির্দেশনা দিয়েছিলেন। সেজন্য তৎকালীন সময়ে সমবায় সমিতির কার্যক্রম গতিশীল হয়েছিলো ব্যাপক ভাবে। বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন পূরণ করতে তিনি সমবায় অঙ্গনে যেখানে যারা দায়িত্বে আছে তাদেরকে স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক কাজ করার আহবান জানান । তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন , নবীনরা এখন দেশ গঠনের কাজে অনেক অগ্রসর। সুতরাং নবীনরা নব উদ্দামে প্রতিষ্ঠানটিকে সম্মূখে এগিয়ে নিয়ে যাবে। তাহলে এখানে আমূল পরিবর্তন করা সম্ভব হবে। তিনি গতকাল সোমবার সন্ধ্যায় খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন। জেলা আওয়ামী লীগ সভাপতির রূপসা স্ট্যান্ড রোডস্থ ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির নব-নির্বচিত চেয়ারম্যান এসএম ফরিদ রানা। এসময় উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান আশীষ কুমার কুন্ডু, পরিচালক তরফদার বাদশা মিয়া, মোঃ সরিফুল ইসলাম, সাবেক পরিচালক মোঃ খোরশেদ আলম, প্রবীন সদস্য আকবর আলী, ইউপি সদস্য রত্না অধিকারী, জেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক যুব প্রধান শেখ আল-আমিন, ব্যাংকের হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সিনিয়র কর্মকর্তা অমিত হাসান, যুবলীগ নেতা সরোয়ার সরদার ও আমিরুল হাওলাদার। মতবিনিময় শেষে নেতৃবৃন্দ জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ এর সাথে ফুলেল শুভেচছা বিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com