খুলনা অফিস \ খুলনা সোনাডাঙ্গা মডেল থানার পুলিশ, বিশেষ অভিযান চালিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে চোরাই মোবাইল উদ্ধার করেছে। উদ্ধারকৃত মোবাইল গতকাল বেলা ১২ টায় হস্তান্তর করে। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ অঞ্চলের ডিসি তাজুল ইসলাম সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল ইসলাম আরও ছিলেন এসি আতিক ও অসি তদন্ত নাহিদ। পুলিশ সূত্রে জানা যায় পূর্বে যে সকল জিডি করা ছিল সেই সূত্রে ধরে চোরাই মোবাইল দেশের বিভিন্ন এলাকা থেকে, এস আই আশরাফুল আলম,এস আই সুকান্ত, এস আই শান্তনু,এস আই তোফায়েল, এ এস আই রফিকুল ইসলাম সহ পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ৪৩ পিস চোরাই মোবাইল উদ্ধার করেছে, বিভিন্ন নামিদামি কোম্পানির মোবাইল, বিভিন্ন এলাকা থেকে আসা মালিকগন হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেয়ে পুলিশের উপর সন্তুষ্ট প্রকাশ করছেন। মোবাইল মালিক বি,এল কলেজের একজন ছাত্রি জানান আমাদের পুলিশের উপর বিশেষ আস্থায় নির্ভরশীল হলাম। এ বিষয়ে ডিসি সাউথ জানান আপনারা সস্তায় পুরাতন মোবাইল কিনবেন না। পুরাতন একটি মোবাইল ফোন ডাকাতি বা হত্যার কাজে ব্যবহারিত হতে পারে।