খুলনা প্রতিনিধি \ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন এম এ বাড়ি সড়কস্থ গল্লামারি রাহাজানের বাসগোলার সামনে থেকে এক কেজি গাজা সহ হনুফা আক্তার তানিশা (২৪)কে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করেছে। পুলিশ জানায়, সোনাডাঙ্গা মডেল থানার এসআই উত্তম কুমার এর নেতৃত্বে গত ৩১ শে মার্চ রোজ শুক্রবার বিকেল ৪:০০,টা পুলিশের একটি বিশেষ দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযান চালিয়ে। বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানাধীন বারৈখালি মোশাররফ খাঁর কন্যা মাদক ব্যবসায়ী হনুফা আক্তার, তানিশা কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। সোনাডাঙ্গা মডেল থানায় এক কেজি গাঁজাসহ গ্রেপ্তারকৃত হনুফা আক্তার তানিশা বেগম।