আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও খেলা চালিয়ে যাচ্ছেন জেমস অ্যান্ডারসন। কাউন্টি ক্রিকেটে নিয়মিতই খেলছেন। আরো দুই থেকে তিন বছর ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলতে চান এই ইংলিশ পেসার। ৪২ বছর বয়সী এই পেসার কতদিন খেলা চালিয়ে যাবেন তা এখনো নির্দিষ্ট নয়। তবে ২০২৫ সাল পর্যন্ত কাউন্টি ক্রিকেট খেলার জন্য তিনি ল্যাঙ্কাশায়ারের সঙ্গে চুক্তি করেছেন। চোটের কারণে প্রথম দিকের ম্যাচগুলো হাতছাড়া হলেও খেলে যেতে চান এই ক্রিকেটার। তিনি বলেন, ‘আমি এই বছরে ভালো খেলতে মনোযোগী থাকতে চাই। তবে আরও এক, দুই বা তিন বছর খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। আমি মনে করি না, নিজেকে কোনো সীমাবদ্ধতার মধ্যে ফেলা উচিত।’ অ্যান্ডারসন আরও বলেন, সাবেক সতীর্থ গ্লেন চ্যাপেল ৪১ বছর পর্যন্ত কাউন্টি ক্রিকেট খেলেছেন। এমনকি ড্যারেন স্টিভেন্স ৪৬ বছর পর্যন্ত খেলে গেছেন। তাই তিনিও যতদিন সম্ভব খেলার চেষ্টা করবেন। তিনি বলেন, ‘চার দিনের ক্রিকেটে আমার শরীর যথেষ্ট ধকল নিতে পারে। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি, তাই যতদিন সম্ভব দলের জন্য অবদান রাখতে চাই।’ গত বছর ইংল্যান্ডের ভবিষ্যত পরিকল্পনায় না থাকার কারণে অবসর নিলেও ইংল্যান্ডকে ভুল প্রমাণ করার কোনো ইচ্ছা তার নেই বলে জানান অ্যান্ডারসন। তিনি বলেন, ‘আমি খেলছি কারণ আমি খেলাটাকে ভালোবাসি। যখন দল জেতে, সেটাই খেলাধুলার সবচেয়ে আনন্দদায়ক দিক। যদি মনোযোগ সরে যায়, তাহলে খেলাটাও উপভোগ করা যায় না এবং পারফরম্যান্সও ভালো হয় না।’