শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:১১ অপরাহ্ন

খ্যাপাটে উদযাপন, আসিথাকে আইসিসির তিরস্কার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

এফএনএস স্পোর্টস: দারুণ ছন্দে থাকা সাউদ শাকিলকে ফিরিয়ে বাঁধনহারা উল্লাসে মেতে ওঠেন আসিথা ফার্নান্দো। পাকিস্তান ব্যাটসম্যানের নাকের ডগায় গিয়ে করেন খ্যাপাটে উদযাপন। আইসিসির নিয়মে যা ছিল মাত্রাতিরিক্ত ও আচরণবিধি লঙ্ঘন। এই কারণে শ্রীলঙ্কান পেসারকে তিরস্কার করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা-আইসিসি। সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। কলম্বো টেস্টের তৃতীয় দিন বুধবার পাকিস্তান ইনিংসের ৮১তম ওভারে ঘটে এই কাÐ। আসিথাকে চার মেরে ফিফটি স্পর্শ করার পরের বলে আরেকটি বাউন্ডারি হাঁকান শাকিল। এর পরের বলেই তাকে এলবিডবিøউ করে তার খুব কাছাকাছি গিয়ে বুনো উল্লাসে ফেটে পড়েন আসিথা। লঙ্কান বোলারের এমন আচরণ শাকিলকে উস্কে দেওয়ার মতো ছিল বলে মনে করছে আইসিসি। ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে নিজের ভুল স্বীকার করে নেন আসিথা। এতে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। কলম্বো টেস্টের নিয়ন্ত্রণ পাকিস্তানের হাতে। শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ১৬৬ রানে গুটিয়ে দেওয়া সফরকারীরা তৃতীয় দিন শেষ করেছে ৫ উইকেটে ৫৬৩ রান নিয়ে। স্বাগতিকদের চেয়ে তারা এগিয়ে ৩৯৭ রানে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com