খুলনা প্রতিনিধি \ গতকাল সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ২০২৪ এর জুলাই—আগস্টে ছাত্র—জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার জুলাই—আগস্টে ছাত্র—জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, যারা আহত ও শহিদ হয়েছেন তাদেরকে আমরা যেন ভুলে না যাই। জুলাই বিপ্লবে তাদের অবদান এমন একটি ইতিহাস যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দেশের প্রতি ভালোবাসার অনুপ্রেরণা যোগাবে। গণঅভ্যুত্থানের স্মৃতি নিয়ে বিভিন্ন দেয়ালে অঙ্কিত গ্রাফিতি যেন স্বৈরশাসকের বিরুদ্ধে জনতার প্রতিবাদের অমর উপাখ্যান। এই গণঅভ্যুত্থানকে আমরা ব্যর্থ হতে দিতে চাইনা। মেধা ও যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে যার যার অবস্থান থেকে দেশ প্রেমের ব্রত নিয়ে সবাইকে এগিয়ে আসার জন্য উদ্বাত্ত আহবান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টে্রট মোহাম্মদ সাইফুল ইসলাম উক্ত অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ; খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম—সহ খুলনাস্থ বিভিন্ন শীর্ষ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, শিক্ষক—শিক্ষার্থীবৃন্দ, সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
মোংলা বন্দর চেয়ারম্যানের সাথে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
খুলনা প্রতিনিধি \ গত ২৮ নভেম্বর ২০২৪ তারিখ সকালে মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান, এনইউপি, এনডিসি, এনসিসি, পিএসসি’র সাথে কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তাঁরা পরস্পরের মধ্যে উষ্ণ অভ্যর্থনা, ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক বিনিময় করেন। এ সময় আর উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক (ট্যাজ), পিসিজিএম, পিসিজিএমএস, এএফডব্লিউসি, পিএসসি, বিএন এবং কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স, অতিঃ দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন্স) আবু রায়হান মোহাম্মদ সালেহ সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।