দৃষ্টিপাত ডেস্ক \ শরীয়তপুর জেলা বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ ও লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান কবি শেখ মফিজুর রহমান বলেছেন, বিচার পাওয়ার অধিকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক স্বীকৃত অধিকার। অসহায়, দুঃস্থ, গরীব জনগোষ্ঠীরা যেন বিনা খরচে আইনি সুবিধা পেতে পারে সেজন্য সরকার লিগ্যাল এইড এর মাধ্যমে আইনি সহায়তার ব্যবস্থা করেছেন। তিনি আরও বলেন কেবল মাত্র গরীব শ্রেনি নয় সব শ্রেনির মানুষ লিগ্যাল এইডের সেবা পাবেন। জেলা লিগ্যাল এইড হতে আইনি সুবিধার পাশাপাশি যে কোন নাগরিক আইনগত তথ্য ও পরামর্শ পেতে পারে একই সাথে মামলা না করেও বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্র হিসেবে লিগ্যাল এইডের সহায়তা নিতে পারে। তিনি প্রতিবন্ধীদের প্রতি বিশেষ আন্তরিকতা প্রদর্শনের জন্য সংশ্লিস্ট সকলের সতর্ক হওয়ার উপর গুরুত্ব দেন তিনি। বুধবার শরিয়তপুর সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন, শরিয়তপুর সিনিয়র সহকারী জজ মোঃ সালাহউদ্দীনের পরিচালনায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক স্বপন কুমার সরকার, সিভিল সার্জন এসএম আব্দুলাহ আল মুরাদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুদ্দীন গিয়াস, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সাঈদ, বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট চাঁদনী রুপা, জেলা আইনজীবী সমিতির সভাপতি জহিরুল ইসলাম, লিগ্যাল এইড চেয়ারম্যান মোঃ খালেদ মিয়া প্রমুখ।