কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া পৌরসভার উদ্যোগে পৌরসভার ৯ টি ওয়ার্ডের গরীব, দু:স্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহ:স্পতিবার বিকাল ৪ টায় পৌরসভার হলরুমে প্রধান অতিথি হিসেবে এসব কম্বল বিতরণ করেন পৌর মেয়র ও কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। এ সময় তিনি পৌরসভায় বসবাসকারী ৪৭০ জন অসহায়, দুস্থ ও গরীবদের মাঝে কম্বল বিতরণের জন্য ১২ জন কাউন্সিলরদের নিকট এই কম্বল তুলে দেন এবং তাদেরকে প্রকৃত অসহায়, দুস্থ ও গরীবরারা যেন এই কম্বল পাওয়া থেকে বঞ্চিত না হয় সে দিকে খেয়াল রাখার জন্য অনুরোধ করেন। কম্বল বিতরনের সময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর জামিল হোসেন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, সহকারী বিদ্যুত প্রকৌশলী সোহাওয়ারর্দি হোসেন, প্রধান সহকারী ইমরুল হোসেন, লাইসেন্স পরিদর্শক আল-আমিন প্রমুখ।