স্টাফ রিপোর্টার ঃ ক্রেতা সাধারন পণ্য সামগ্রী ক্রয়ে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে তো হচ্ছেই। এক শ্রেনির অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম উপায়ে পন্যের ওজন বৃদ্ধি, ওজনে কারচুপি আবার অতিরিক্ত মুল্য বৃদ্ধির মাধ্যমে ক্রেতাদের সাথে বিশ্বাস ভঙ্গের অনাকাঙ্খিত প্রক্রিয়ায় চলমান, দীর্ঘ দিন যাবৎ মাংসে পানি মিশ্রন, পানিতে মাংস ভিজিয়ে রাখা, গরু ফুলকোতে পানি প্রবেশ করিয়ে ওজন বৃদ্ধি, চিংড়ীতে পুশ, সাদা প্রজাতীর মাছের পেটে পানি ঢুকানো, মুরগী মুখ দিয়ে কৃত্রিম ভাবে ওজন বৃদ্ধির খাদ্য অখাদ্য সংস্থান, অতি স¤প্রতি জবাই করা গরুর মাথা ওজন বৃদ্ধিতে ও চলছে এক শ্রেনির মাংস ব্যবসায়ীর প্রতারনা। সা¤প্রতিক সময় গুলাতে গরুর মাথাও ওজনে বিক্রি হচ্ছে আর সেই মুরগীর খাওয়ানো, মাংস ভিজিয়ে রাখা, মাছের শরীরের পানি প্রবেশ, গরুর ফুলকোতে পানি ঢুকানো মতই গরুর মাথায় মুখ আর নাগ দিয়ে পানি ঢুকানো হচ্ছে। এমন দৃশ্য জেলার বিভিন্ন হাট বাজারে নিরাপদ খাদ্য অধিদপ্তর, ট্রান্সফোর্স এবং স্বাস্থ্য বিভাগই পারেন ক্রেতা ঠকানো তথা প্রতারনা বন্ধ করনের পদক্ষেপ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে।