কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় গলায় গামছা পেঁচিয়ে হযরত আলী (৫৫) নামে এক বৃদ্ধ কৃষক আত্মহত্যা করেছে। আত্মহননকারী বৃদ্ধ কৃষক উপজেলার কেঁড়াগছি ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামের মৃত মোহর আলীর ছেলে। হযরত আলীর স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যা রয়েছে। স্থানীয়রা জানায়, রবিবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে বোয়ালিয়া গ্রামের একটি আম বাগানে গলায় গামছা পেঁচিয়ে এক বৃদ্ধের লাশ ঝুলতে দেখা যায়। পরে এলাকাবাসি বৃদ্ধ কৃষক হযরত আলীর লাশ বলে শনাক্ত করে। বিষয়টি তাৎক্ষনিক থানা পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার কর হয়। পারিবারিকভাবে জানা যায়, আত্মহননকারী বৃদ্ধ কৃষকের ছিলো পারিবারিক অশান্তি ও মানসিক অবসাদ। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মো রফিকুল ইসলাম বিষযটি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।