কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ কালিগঞ্জের পল্লীতে দুই সন্তানের জননী পারভীন সুলতানা (৩০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ১ জুন শনিবার দুপুর সাড়ে ১২ টায় কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে। নিহত গৃহবধূ কালিকাপুর গ্রামের আব্দুল মালেক কারিকরের কন্যা ও ইউনিয়নের রামনগর গ্রামের মোঃ মনিরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। সরে জমিনে নিহত গৃহবধূর মামার মাধ্যমে জানা যায় পারভীন সুলতানার প্রথমে উপজেলার মৌতলা ইউনিয়নে বিয়ে হয় একটা মেয়ে হওয়ার পরে প্রথম স্বামী তাকে তালাক দিয়ে চলে যায় পরবর্তী পর্যায়ে একই ইউনিয়নের রামনগর গ্রামের মোঃ মনিরুল ইসলাম সরদারের সাথে তার দ্বিতীয় বিয়ে হয় বিয়ের এক বছর সে তার স্বামীর সাথে ভালোভাবে ঘর-সংসার করে বিগত দুই বছর যাবত সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে বহু চিকিৎসা করার পরেও সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। ঘটনার দিন সকালে সে তার বাপের বাড়িতে বেড়াতে আসে ও দুপুর একটার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। প্রথম স্বামীর এক ১২বছরের কন্যা ও দ্বিতীয় স্বামীর ৩ বছর বয়সের এক পুত্র সন্তান রয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থাল পরিদর্শন করেছে ও লাশ ময়না তদন্তের জন্য থানায় নিযে গেছে। এ বিষয়ে থানার উপ পরিদর্শক সাহাবুর রহমান জানান রবিবার লাশ মর্গে পাঠানো হবে। থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।