পাটকেলঘাটা প্রতিনিধি: শনিবার সন্ধ্যা ৭টার দিকে পাটকেলঘাটায় ৬৫ গ্রাম গাঁজাসহ শহিদুল বিশ্বাস (৪৫) নামে এক শ্রমিকলীগ নেতাকে আটক করেছে পুলিশ। পাটকেলঘাটা ওভারব্রীজের ওপর থেকে উপ-পরিদর্শক (এস. আই) মেহেদী হাসান আটক করেন। আটকৃত শহিদুল তালা উপজেলার যুগিপুকুর এলাকার মৃত আশরাফুল বিশ্বাসের ছেলে ও পাটকেলঘাটা থানা শ্রমিকলীগের সভাপতি। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ওভার ব্রীজ এলাকায় অভিযান চালায়। ওই সময় ৬৫ গ্রাম গাঁজাসহ শহিদুলকে আটক করা হয়। পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।