বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মংলা) কর্তৃক ৯৮০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক উপজেলার বৈশখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৯৮০ গ্রাম গাঁজাসহ উপজেলার বৈশখালী গ্রামের মোঃ এনতাজ হোসেনের পুত্র মাদক ব্যবসায়ী মোঃ নূর হোসেন (৪২) ও কৈখালী কারিগর পাড়া গ্রামের মোঃ আব্দুস সাত্তারের পুত্র মোঃ আবদুলাহ (২৮)কে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিদের যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যমনগর থানায় হস্তান্তর করা হয়। এবিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাওঃ সানওয়ার হুসাইন মাসুম দৈনিক দৃষ্টিপাতকে জানান, মাদকসহ ২ জন ব্যবসায়ীকে গ্রেপ্তারপূর্বক মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।