স্টাফ রিপোর্টার \ গতকাল বুধবার বিকাল ৪টায় আহলেহাদীস আন্দোলন ও আহলেহাদীস যুব সংঘ সাতক্ষীরা জেলার উদ্যোগে ফিলিস্তিনে ইসরাঈলী আগ্রসনের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিলি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে রাজ্জাক পার্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলার সভাপতি অধ্যক্ষ মাও: মো: আলতাফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ—সভাপতি মাও: ফজলুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক মাও: মোখলেহুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শাহিদুজ্জামান ফারুক, প্রশিক্ষন সম্পাদক আব্দুল খালেক, সমাজ কল্যাণ সম্পাদক উপাধ্যক্ষ মাও: মহিদুল ইসলাম, জেলা উপদেষ্টা অধ্যক্ষ আজিজুর রহমান, পেশাজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক ডা: নাজমুজ সাকিব ব্রাইট, আহলে হাদীস যুব সংঘের জেলা সভাপতি মাও: মুজাহিদুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, আহলেহাদীস আন্দোলন, আহলে হাদীস যুব সংঘ ও আহলেহাদীস পেশাজীবী ফোরাম, স্বেচ্ছাসেবী সংগঠন আলআওন এর সকল পর্যায়ের নেতাকর্মীর সহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান। সমাবেশে বক্তারা বলেন অবিলম্বে ইসরাইলের এই অন্যায় আগ্রাসন বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। এ লক্ষ্যে তারা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জোর দাবি জানান এবং ইসরাইলী পণ্য বয়কটসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পেশ করেন।