বুধবার, ০৩ জুলাই ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

গাজার ধ্বংস্তুপের নিচে লাশ আর লাশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১ জুলাই, ২০২৪

দৃষ্টিপাত ডেস্ক ॥ দখলদার বাহিনীর প্রধান ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দেশের অভ্যন্তরে চরম বিপর্যয়কর পরিস্থিতির মুখে পড়েছে। দৃশ্যতঃ দেশটির সেনা বাহিনীর বৃহৎ অংশ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান নিয়েছে এখানেই শেষনয় দেশটির নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান নিয়েছে এখানেই শেষনয় দেশটির সরকারের অবস্থা ও নড়বড়ে হয়ে পড়েছে। এক কথায় দখলদার বাহিনী প্রধান নেতানিয়াহু চরম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আক্রান্ত আর এ কারনে ইসরাইলের পক্ষে যুদ্ধ বিরতির বিকল্প নেই। কাতার ও মিশরের মধ্যস্থতায় মিশরের রাজধানী কায়রোতে চলমান যুদ্ধ বিরতি আলোচনা অতি দ্রুতগতিতে চলছে। কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে মিশরের পক্ষ হতে বলা হয়েছে যুদ্ধ বিরতির আলোচনা এবং খচড়া চুক্তি সম্পন্ন হয়েছে। মিশরের পক্ষহতে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ বিরতি আলোচনা ও খচড়া প্রস্তাব তৈরীতে বিশেষ ভূমিকা রেখে চলেছে। এদিকে হামাস ইসরাইলের মাঝে যুদ্ধ বিরতি প্রস্তাবের আলোচনার এই সময় গুলোতে দখলদার বাহিনীর সদস্যরা গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলা পরিচালনা করছে। গতকাল ও দখলদার বাহিনীর বিমান গুলো মধ্যগাজা,উত্তর, পশ্চিম তীরে গোলাবর্ষন করে, গত বৃহস্পতিবার দখলদার ইসরাইলি বাহিনীর অবিষ্ফরিত ক্ষেপনাস্ত্র দিয়ে ইসরাইলি বাহিনীর অবস্থানের উপর হামাস যোদ্ধারা হামলা করলে চার দখলদার সেনার নিহত হওয়ার ঘটনা ঘটার পর থেকে দখলদার ইসরাইলি বাহিনী ব্যাপক ভিত্তিক আগ্রাসী হয়ে উঠেছে। বিশেষকরে ইসরাইলি বাহিনীর চারসেনার নিহত হওয়ার এলাকা রাফা শহরে বিশেষ অভিযানে নেমেছে। হামাসপ্রধান আবারও হুশিয়ারীউচ্চারন করে বলেছৈ স্থায়ী যুদ্ধ বিরতি,গাজা দখলদার ইসরাইলি সেনাদের প্রত্যাহার ও বাস্তচ্যুত ফিলিস্তিনিদের ঘরে ফেরার নিশ্চয়তাই কেবল হামাস যুদ্ধ বিরতি ও বন্দী বিনিময় চুক্তিতে স্বাক্ষর করবে। দখলদার সেনারা হামাসের শক্তি, ক্ষমতা আর সামর্থের কাছেই কেবলপরাস্থ হচ্ছে তা নয়দখলদার ইসরাইলিসেনারা প্রতিনিয়ত হামাসের কৌশলের কাছে পরাজিত হচ্ছে এবং হামাসের পাতা ফাঁদে পড়ছে। গাজা সিটির প্রতিটি এলাকাতে লাশ আর লাশ। ধ্বংস স্তুপের নিচে থাকা লাশের গন্ধে আকাশ বাতাসভারী হচ্ছে। গাজা উপত্যকা মৃত্যুপুরীতে পরিনত হয়েছে। এদিকে আবারও হিজবুল্লাহর নির্মূল করার ঘোষনা দিয়েছৈ ইসরাল উত্তরে হামাস ইসরাইল যুদ্ধারিতি হিগজবুল্লাহ প্রধান হাসান নসরুল্লাহ হুশিয়ারী উচ্চারন করে বলেছৈ কোন অবস্থাতেই ইসরাইল কে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে ইসরাইলেরভূ-খন্ডের পরিবর্তন ঘটিয়ে মানচিত্রকে বিবর্ন করা হবে। এদিকে কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে ইসরাইল ওমার্কিন যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত গাজার দুর্ধষ হামাস কমান্ডার ইয়াহিয়াকে হন্নে হয়ে খুজছে অথচ সেই ইয়াহিয়া প্রকাশ্যে গাজার হামাস যোদ্ধাদের সাথে অবস্থান করেদখলদার ইসরাইলি বাহিনীর সাথেযুদ্ধ করে চলেছৈ।এদিকেইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবীতে গতকালও ইসরাইলের রাজধানী তেল আবিবে ব্যাপক গন বিক্ষোভ হয়েছে বিক্ষোভ কারীলা হামাসনির্মূলে ব্যর্থদা ও পন বন্দীদের মুক্ত করতে ইসরাইল সরকারের অযোগ্যতাকেদায়ী করেছে। পশ্চিমা মিডিয়ার খবরে বলা হয়েছে আবারও ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কউন্নতি ঘটেছে তবে কোন সময়ে নেতা নিয়াহু সরকারের পতন ঘটতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com