শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

গাজার ফিলিস্তিনিরা না খেয়ে থাকছে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১ মার্চ, ২০২৪

দৃষ্টিপাত ডেস্ক ॥ ইসরাইলি বিমান আর স্থল হামলার মুখে হামাস যোদ্ধারা প্রাণপনে লড়াই চালিয়ে যাচ্ছে। ঐতিহাসিক আর ঐতিহ্যর গাজা উপত্যকা বিরানভূমিতে পরিনত হয়েছে। গতকাল পর্যন্ত দখলদার ইসরাইলি বাহিনীর বিমান ও স্থল হামলায় অন্তত ত্রিশ হাজারের ফিলিস্তিনি নিহত হয়েছে। দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যরা কেবল বিমানহামলা চালিয়ে ফিলিীস্তনিদের হত্যা করছে তানয়, তারা নিরীহ ফিলিস্তিনিদেরকে নির্বিচারে গ্রেফতার করে চলেছে। বিশেষ করে গত সপ্তাহ ব্যাপী মধ্যগাজা ও রাফাতে দখলদার বাহিনী গণগ্রেফতার অভিযান পরিচালনা করছে। হামাসের পক্ষ হতে অভিযোগ করে বলা হয়েছে দখলদার বাহিনীর কারাগারে আটক ফিলিস্তিনিদের উপর শারিরীক ও মানবিক নির্যাতন পরিচালনা করা হচ্ছে। সাম্প্রতিক সময় গুলোতে ফিলিস্তিনি নারী ও কিশোরী বন্দীদের উপর দখলদার ইসরাইলের কারাগারের নিয়ন্ত্রকরা যৌন নির্যাতন ও পরিচালনা করছে। গতকাল হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেডের এক টেলিগ্রাম বার্তায় বলা হয়েছে ইসরাইলি বাহিনীকে হামাস যোদ্ধারা প্রাণপনে প্রতিরোধ করে চলেছে। আর এই প্রতিােধ হামলায় ইসরাইলি বাহিনীর ট্রাংঙ্ক সহ সাজোয়া যান ধ্বংস হচ্ছে। গাজার উত্তরাঞ্চাল ও মধ্য এলাকার হামাসের সুড়ঙ্গগুলো অক্ষত আছে এবং ইসরাইলি বাহিনী বারবার বলে আসছে যে হামাস সন্ত্রাসীদের নির্মূল করা সহ তাদের সুড়ঙ্গগুলো ধ্বংস করা হয়েছে। কিন্তু বাস্তবতা হলো গাজার বিভিন্ন এলাকাতে প্রতিনিয়ত হামাসযোদ্ধারা ইসরাইলি বাহিনীনেক প্রতিরোধ করে চলেছে। বাস্তবতা হলো গত সাত অক্টোবর হামাস ইসরাইলের অভ্যন্তরে সামরিক অভিযান পরিচালনা করে শত শত ফিলিস্তিনি কে হত্যা সহ দুই শতাধীক ইসরাইলিকে পনবন্দী হিসেবে অপহরন করে নিয়ে আসে, ইসরাইলি বাহিনী গাজার হামাসের সুড়ঙেগ লুকিয়ে রাখা উক্ত পনবন্দী ইসরাইলিদের কে এখনও পর্যন্ত মুক্ত বা উদ্ধার করতে পারেনি। এদিকে লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের তৎরতা থেমেনেই। গতকাল ও হুতিরা একাধিক হাজাজে হামলা চালিয়েছে। লেহিত সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাব মেরিনের তলদেশে হুতি যোদ্ধারা হামলা চালিয়ে অত্যন্ত সুরক্ষিত, টেকসই সাব মেরিনের তলদেশে ফাঁটল সৃষ্টি করেছে। ইসরাইল বাহিনীর অন্যতম লক্ষ্যবস্তুতে পরিনত হয়েছে গাজার সাংবাদিকরা গত সাড়ে চারমাসের ব্যবধানে ইসরাইলি বাহিনী গাজায় কর্মরত দুইশতাধীক সাংবাদিককে হত্যা করেছে এর মধ্যে বিদেশী শতাধীক সাংবাদিক, দখলদার ইসরাইলি বাহিনীর অন্যতম প্রতিপক্ষ সাংবাদিকরা বিশেষ করে কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশনের প্রতি অতি ক্ষোভ দখলদার বাহিনীর এদিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান আবারও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুকে মধ্যপ্রাচ্যের কসাই হিসেবে আখ্যায়িত করে বলেছে ইসরাইল নির্ধিদায় ফিলিীস্তনিদেরকে হত্যা করছে অন্যদিকে বিশ্ব বিবেক, বিশ্ব মাতবর খ্যাত দেশগুলো ইসরাইলকে সমর্থন অথবা সহযোগিতা করে চলেছে। গাজায় এক চতুর্থ ফিলিস্তিনি না খেয়ে দিন যাপন করছে আর এমন তথ্য দিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার কমিশন বলেছে গাজার বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে যুদ্ধে যে রিমান মানুষ নিহত হয়েছে সে অপেক্ষা আরও অধিক ফিলিস্তিনি মৃত্যুবরন করবে, এদিকে বর্তমান বিশ্ব মিডিয়ায় বিশেষ ভাবে আলোচিত খবর মার্কিন বিমান বাহিনীর সদস্য অ্যরন বুশনেলের আত্মহুতির ঘটনা আর এই আত্মহুতির কারন গাজায় নিরস্ত্র ফিলিস্তিনির হত্যার কারনে। এ বিষয়ে হামাস বলেছে ফিলিস্তিনিদের হত্যার বিরুদ্ধে মার্কিন বিমান বাহিনীর সদস্যদের আত্মহুতির ঞটনা মার্কিন যুক্তরাষ্ট্রের জনসাধারনের মাঝে ক্ষোভের বহিঃপ্রকাশ, হামাস আর বলেছে আত্মহুতি দানকারী মার্কিন বিমান সেনা অমর হয়ে থাকবেন। দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যরা ব্যাপক ভাবে মহিলা ও শিশুদের হত্যা করছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরাইলি বাহিনী ত্রিশ হাজার ফিলিস্তিনির মধ্যে দশহাজারের অধিক নারী ও শিশু রয়েছে। দখলদার ইসরাইল রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি এমন গাজার শিশু ও নারীদের হত্যা করতে পারলে ইসরাইলিদের আগামী প্রজন্ম ধ্বংস হবে এবং ক্রমবর্ধমান গতিতে বৃদ্ধি পাওয়া ফিলিস্তিনিদের সংখ্যা হ্রাস পেতে থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com