বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

গাজায় আবার গনকবরে তিনশত ফিলিস্তিনির মৃতদেহ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

দৃষ্টিপাত ডেস্ক ॥ গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর নির্মম হত্যাকান্ড চলছেই। ইতিমধ্যে ইসরাইলি বাহিনী গাজায় নির্মম হত্যাকান্ড দুইশত দিনে পৌছেছে। দখলদার ইসরাইলি বাহিনীর বিমান হামলা ও গুলি বর্ষনে ইতিমধ্যে চৌত্রিশ হাজারের অধিকনিরীহ ফিলিস্তিনির নির্মম ভাবে মৃত্যু ঘটেছে। গতকালও দখলদার বাহিনী গাজার বিভিন্ন এলাকাতে অভিযান ও হামলা চালিয়ে অন্তত একশত ফিলিস্তিনিকে হত্যা করেছে। এদিকে কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা টেলিভিশন জানিয়েছে গাজায় আবারও গন কবরের সন্ধান পাওয়া গেছে উক্ত গন কবরে অন্তত তিন শতাধীক ফিলিস্তিনিদের মৃত দেহ আবিস্কার করেছে উদ্ধার কর্মিরা। আল জাজিরা আরও জানিয়েছে এবং এলাকা খান ইউনিসের আল সিফা হাসপাতাল কমপ্লেক্স এলাকাতে উক্ত গণ কবরের সন্ধান পাওয়া গেছে। এদিক রাফা শহরের বিভিন্ন এলাকাতে দখলদার ইসরাইলি বাহিনী ব্যাপক আকারে অভিযানের ঘোষনা দিয়েছিল তা বাস্তবায়ন করছে। আল জাজিরা টেলিভিশন জানিয়েছে দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যরা রাফা শহরের চারিদিকে ঘেরাও করে অভিযান জোরদার করেছে তাদের হামলা ফিলিস্তিনি পুরুষদের পাশাপাশি নারী ও শিশুদেরকে হত্যা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে পশ্চিম গাজায় নিয়োগ করা ইসরাইলি একটি সামরিক ইউনিটের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মানবাধিকার ও হত্যাকান্ড ঘটানোর জন্য। বর্তমান সময়ে দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যরা রাফা শহরে যে ভাবে হামলা এবং হত্যাকান্ড পরিচালনা করছে তা পশ্চিম গাজা হতে কোন ভাবেই কম নয় তাই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গুলোর পক্ষ হতে বারবার দাবী উঠছে রাফায় হামলা বন্ধ করা এবং রাফায় নিয়োগ করা সামরিক ইউনিটের উপর নিষেধাজ্ঞা আরোপ করা। গাজায় ইসরাইলি বর্বরতা আর হত্যাকান্ডের বিরুদ্ধে গত দুই দিন যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারী ছাত্ররা অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধর দাবী জানানোর পাশাপাশি ইসরাইলের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেছেন বিক্ষোভকারীরা একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরাইলের প্রতি সমর্থনের বিরুদ্ধে ও বিক্ষোভ জানিয়েছে। গতকাল ও ইসরাইলের রাজধানী তেল আবিবে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে ইসরাইলি জনগন। গাজা যুদ্ধের দুইশত দিনের মাথায় ইসরাইলিদের এই বিক্ষোভে হাজার হাজার ইসরাইলি অংশ গ্রহন করেন এবং অবিলম্বে হামাসের হাতে বন্দী ইসরাইলিদের মুক্তির দাবী জানান। আল জাজিরা, রয়টার্স ও এএফপি জানিয়েছে হামাসইসরাইল যুদ্ধ বিরতি আলোচনা ভেস্তে গেছে ইতিমধ্যে কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাসও ইসরাইলি প্রতিনিধিদের উপস্থিতিতে মিশরের রাজধানী কায়রো ও কাতারের রাজধানী দোহাতে কয়েক দফা আলোচনা হয়েছে কিন্তু দখলদার ইসরাইল তাদের সিদ্ধান্ত অটল অন্যদিকে গাজায় স্থায়ী যুদ্ধ বিরতি সহ গাজা হতে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়ে শর্ত আরোপ করে যে কারনে যুদ্ধ বিরতি প্রস্তাব ও আলোচনা ভেস্তে গেছে। আল জাজিরা টেলিভিশন ইতিমধ্যে জানিয়েছে হামাস ইসরাইল যুদ্ধ বিরতি প্রস্তাব ও আলোচনা নিয়ে হামাসের সাথে কাতারের দীর্ঘদিনের সম্পর্কে বৈরিতা সৃষ্টি হয়েছে যার কারনে হামাসকে হয়তো বা কাতার ছাড়তে হচ্ছে। লেবাস ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ যোদ্ধারা গত দুই দিন যাবৎ ইসরাইলের বিভিন্ন এলাকাতে ক্ষেপনাস্ত্র হামলা পরিচালনা করেছে উক্ত ক্ষেপনাস্ত্র হামলায় ইসরাইলের সীমান্ত সংলগ্ন গ্রাম গুলোতে আতঙ্ক দেখা দেয়। উল্লেখ্য হিজবুল্লাহ গেরিলারা গতসাত অক্টোবরে ইসরাইল কর্তৃক গাজায় হামলা করার পর থেকে তারা ও ইসরাইলে ফিলিস্তিনিদের সমর্থনে রকেট ও ক্ষেপনাস্ত্র হামলা চালিয়ে আসছে। সাগরেও ইসরাইলি সহ ইসরাইল সংশ্লিষ্ট জাহাজগুলো নিরাপদ নেই গতকালও হুতি বিদ্রোহিরা হামলা চালিয়েছে গাজায় ত্রান বিতরনেও গতকালও বাঁধা দিয়েছে দখলদার বাহিনী। গাজার ঘরে ঘরে অভূক্ত ফিলিস্তিনিদের সংখ্যা বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com