শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫১ অপরাহ্ন

গাজায় চলছে নিষ্ঠুর হত্যাকান্ড: জ্বলছে গাঁজা বিশ্বময় নিন্দার ঝড়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

দৃষ্টিপাত ডেস্ক ॥ ঐতিহাসিক গাজা এবার ইতিহাসের কঠিনতম অধ্যায় অতিক্রম করছে। যে অধ্যায়ের সাথে নির্মমতা, নিষ্ঠুরতা, হত্যা, বাস্তহারা আর মানবতা বিপন্নতার এক ভয়ানক চিত্র অঙ্কিত হচ্ছে। প্রতিদিনই নিরীহ নিরস্ত্র ফিলিস্তীনিরা লাশে পরিনত হচ্ছে। সর্বত্র বিমান হামলা এবং মারাত্মক সব মারনাস্ত্রের ঝনঝনানী আর নিক্ষেপন, দখলদার ইহুদীবাদী রাষ্ট্র ইসরাইল মানবতা কে হত্যা করে ফিলিস্তীনিদেরকে হত্যা করে চলেছে। বিশ্ববাসি প্রতিনিয়ত, প্রতিমুহুর্ত প্রত্যক্ষ করছে ফিলিস্তীনিদের গগন বিদারী আত্মনাদ, নিজ ভূমিতে পরবাসি, নিজের মাতৃভূমিতে পরাধীনতার শৃঙ্খল ফিলিস্তীনিদের কে নিশ্চিহৃ করার উপক্রম ঘটেছে। ইহুদীবাদী রাষ্ট্র ইসরাইলি এবার গাজা দখল করার ঘোষনা দিয়েছে। মুসলমানদের অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় পুর্ণতা পাওয়া গাজার পবিত্র আল আকসা মসজিদ অবস্থিত। ইহুদীরা উক্ত মসজিদের পবিত্রতা নষ্ট করার চেষ্টা করতে সামান্যতম কৃপনতা করে না। গত কয়েক দিন যাবৎ গাজায় ফিলিস্তীনিদের উপর একের পর এক বোমা হামলা চালিয়ে দৃশ্যতঃ গাজাকে হত্যাকান্ডের নগরীতে পরিনত করেছে। কোন ধরনের আইনের তোয়াক্কা না করে কেবল মাত্র পারমানবিক ক্ষমতার কারনে ইসরাইলের বর্বরতা হাসপাতাল পর্যন্ত গড়িয়েছে। ইসরাইলের বিমান বাহিনীর বিমান হতে গাজার হাসপাতালে বোমা হামলা পরিচালনা করলে পাঁচশতাধিক ফিলিস্তীনির নিহত হওয়ার ঘটনা ঘটেছে। পিতার সামনে তার শিশু কন্যা, কন্যা, ভাইয়ের সামনে বোন, মায়ের সামনে তার কন্যা, পুত্র, স্বামীর সামনে স্ত্রী, আবার স্ত্রীর সামনে স্বামী এসবের মধ্যে আবার পুরো পরিবার ইসরাইলের নির্মম হামলায় নিহত হচ্ছে। বিশ্ব বিবেক, বিশ্ব মানবরা এবার কি বলবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইল সফর শেষ করেছে এবার ইসরাইল সফরে যাচ্ছে বৃটিশ প্রধানমন্ত্রী ঋশি সনাক, রাশিয়া ইসরাইলের হামলার বিপক্ষে অবস্থান নিয়েছে। নিরাপত্তা পরিষদে ইসরাইলের হামলা বিপক্ষে নিন্দা প্রস্তাব রাশিয়া উত্থাপন করলে ও সংখ্যা গরিষ্ঠতা ও ভেটো সক্ষমতা বলে তা নাকচ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলকে সামরিক সহযোগিতা অব্যাহত রেখেছে। বিমান হামলার বিষয়ে নিজেদেরকে ধরছোয়ার বাইরে রাখছে এবং বলছে যে ইসরাইল উক্ত হামলায় জড়িত নয়। হামাসের পক্ষ হতে প্রতিরোধ হামলা অব্যাহত রেখেছে। হামাসের কাছে বিমান বিধ্বংসী ক্ষেপনাস্ত্র এবং অতিউন্নত মানের রকেট সংরক্ষিত ইসরাইলের অভ্যন্তরে হামাসের হামলা ইসরাইলের জন্য বিপদজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। ইসরাইলের জন্য বর্তমান সময় গুলোতে সর্বাত্মক উদ্বেগ ও আতঙ্ক জনক মুহুর্ত যে হিজবুল্লাহর হামলা। হিজবুল্লাহর হামলা ইসরাইলকে ব্যাপক ভিত্তিক আতঙ্কিত করে তুলেছে। গাজা উপত্যকায় ইসরাইলের অন্তত তিন লক্ষ সেনা মোতায়েন করেছে উক্ত সেনারা গাজায় স্থল অভিযান পরিচালনার অপেক্ষায় আছে। ইসরাইলের সেনারা গাজায় অনুপ্রবেশ করলে ভয়াবহ পরিস্থিতির মুখেপড়বে এবং পড়তে পারে এমন আশঙ্কা অমুলক নয়। ইসরাইলের বর্বরতায় সারা বিশ্বের মানবতা কেবল উদ্বিগ্ন নয় শোকাহত বটে। বাংলাদেশ ইতিমধ্যে ইসরাইলের হামলাকে নিন্দা জানিয়েছে। মিশর সীমান্তে বাস্তহারা ফিলিস্তীনিরা আশ্রয় নিয়েছে। খাদ্য, চিকিৎসা সামগ্রী ও অপরাপর জীবন ধারন মাধ্যম মিশর দিচ্ছে। আন্তর্জাতিক বিশ্বে ইসরাইলের বর্বরতার চিত্র স্পষ্ট হচ্ছে। বিশ্ব জনমত উপেক্ষা করে মানবতা আর মানবিক মূল্য বোধকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ইসরাইল হামলা অব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com