বুধবার, ০৮ মে ২০২৪, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনের দিনক্ষণ শেষ, দুর্গম দুই দ্বীপ ইউনিয়নে পৌঁছে গেছে ব্যালট পেপার নূরনগরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত ও গুরুতর আহত ১ জন যাত্রী পাইকগাছার হরিঢালীতে শশুরের নির্মম অত্যাচারে পুত্রবধূর মৃত্যু আশাশুনিতে স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা কোর্স অনুষ্ঠিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে গণসংযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান বাবু ফিফার আমন্ত্রণে রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান আজ দুবাই যাচ্ছেন সাতক্ষীরায় শেখ মশির আহম্মদ-বিজলী আহম্মেদ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ হাজার বোতল বিশুদ্ধ খাবার পানি বিতরণ কেশবপুরে দিনের বেলায় ঘরের তালা ভেঙ্গে নগদ টাকা স্বর্ণ অলংকার সহ ৫ লাখ টাকার চুরি রাফা দখলে নিয়েছে ইসরাইল বাহিনী

গাজা বিশ্বের বৃহত্তম গন কবর

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২০ মার্চ, ২০২৪

দৃষ্টিপাত ডেস্ক ॥ বর্তমান সময়ে রোজা আনন্দঘন আর অবশ্য পালনীয় সময় গুলোতে ফিলিস্তিনির জনসাধারন কেবল মৃত্যু বরন করছে। ধারনা করা হয়েছিল রোজার দিনগুলোতে দখলদার ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের উপর হামলা পরিচালনা করবে না এবং তাদের উপর গণহত্যা চালাবে না। কিন্তু সব ধরনের মানবিকতা বোধকে বিসর্জন দিয়ে দখলদার ইসরাইলি বাহিনীর নির্মম হামলা চলছে গাজা উপত্যকায়। প্রতিদিনই বিমান হামলা আর স্থল অভিযানে দখলদার বাহিনী ফিলিীস্তনিদেরকে কেবল হত্যা আর হত্যা করে চলেছে। এখানেই শেষনয় দখলদার বাহিনীর নির্মমতা আর নিষ্ঠুরতা কবল হতে ফিলিস্তিনি নারী ও পুরুষরা পরিনত পাচ্ছে না। দখলদার ইসরাইলি বাহিনীর মাছে সামান্যতম মানবতা বোধ নেই যে মানবতাবোধের কল্যানে নিরীহ নিরস্ত্রফিলীস্তিনিরা নির্মম হত্যাকান্ড হতে পরিত্রান পেতে পারে। এদিকে মিশরের রাজধানী কায়রোতে হামাসইসরাইলি যুদ্ধ বিরতি নিয়ে আলোচনা চলছে এরই মধ্যে দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যরা গাজার সর্বত্র নির্বিচারে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান পরিচালনা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা ও সমর্থন ইসরাইলকে অধিকতর আগ্রাসী করে তুলেছে এমন মন্তব্য করে হামাসেরসশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন হামাস দৃশ্যতঃ বিশ্বের শ্রেষ্ঠ শক্তিধর দেশমার্কিন যুক্তরাষ্ট্রের সাথেই লড়ছে আর এ লড়াইতে আমাদের বীর যোদ্ধারা অকাতরে দেশেরমুক্তি স্বার্থে,ফিলিস্তিনি জনতার স্বাধীনতার লক্ষে অকাতরে জীবন বিসর্জন দিচ্ছে। তবে আমাদের যোদ্ধাদের হাতে ও প্রতিনিয়ত ইহুদী সেনাদের মৃত্যুর ঘটনা ঘটছে। হামাসের এই মুখপাত্র দাবী করেন আমাদেরকে এখন দখলদার বাহিনী খাদ্য বন্ধ করে কাবু করার চেষ্টা করছে। কিন্তু তাকোন ভাবেই সম্ভব হবেনা। আমরা হয় মারবো শত্র“দের নতুবা নিজেরা মৃত্যুমুখে পতিত হব। দখলদার বাহিনী গতকাল সকালে গাজা ভু-খন্ডের অন্ত তিনটি এলাকাতেনিবিচারে বিমান হামলা চালিয়ে অন্তত ত্রিশ জনফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতফিলিস্তিনিদের কে সামান্যতম সুযোগ না দিয়ে ঘোষনার মুহুত পার হতে নাহতেই দখলদার বাহিনী বিমান হামলা পরিচালনা করে। মঙ্গলবার রোজা রাখার জন্য সিহরী করে ঘুমিয়ে পড়া ফিলিস্তিনিদের উপর নির্মম ভাবে বিমান হামলা পরিচালনা করা হয়। বিমান হামলায় অন্তত ত্রিশজন ফিলিস্তিনির নিহত হওয়ার ঘটনা ঘটে। রাফার ব্যস্ততম আবাসিক এলাকা এবং মধ্য গাজার দখলদার ইসরাইলি বাহিনী নির্বিচারে বিমান হামলার ঘটনা ঘটায়। ইতিহাসের সর্বাপেক্ষা বৃহত্তম গণকতবর বর্তমানে গাজায়। গাজায় যে পরিমান গন কবর তৈরী হয়েছে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়েও এমন গণ কবর সৃষ্টি হইনি। উত্তর, মধ্য, পশ্চিম, রামাল্লা, জেরুজালেম, খান ইউনিস, রাফা সর্বত্র গণকবর, কোন কোন গণকবরে চির নিদ্রায় শায়িত আছেন শতাধীক বা দুই শতাধীক ফিলিস্তিনি, গাজার হামাস নিয়ন্ত্রীত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছ গতকাল পর্যন্ত ইসরাইল বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বত্রিশ হাজারে পৌছেছে। যতই দিন যাচ্ছে ততোই গাজায় ফিলিস্তিনি নিহতও হত্যা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দখলদার ইসরাইলি বাহিনীর বর্বরতার ক্ষেত্র নারী ও শিশুদের কে স্পর্শ করে চলেছে। গতকাল পর্যন্ত অন্ত সতেরহাজার নারী ওশিশুকে হত্যা করেছে দখলদার ইসরাইলি বাহিনী। জাতিসংঘের মানবাধিকার কমিশন গাজা শিশু হত্যা নিয়ে বলেছে বিশ্বের গাজাই একমাত্র শহর যে শহরেহাজার হাজার শিশুকে নির্বিচারে হত্যা করা হয়েছে। রোজার দিন গুলোতেও ইসরাইলি গণহত্যা ও নিষ্ঠুরতায় সমগ্র বিশ্ব ফুসে উঠেছে। গতকাল সৌদি আরব আবারও ইসরাইলকে হুশিয়ার করে বলেছে অবিলম্বে ইসরাইলকে গাজায় হত্যাও হামলা বন্ধ করতে হবে। ইসরাইলের হামরায় সরা বিশ্ব যুদ্ধ। এদিকে দখলদার ইসরাইলি বাহিনী আল শিখা হাসপাতালে গতকালও তান্ডবলীলা চালিয়েছে। ইসরাইলি বাহিনীর হাজার হাজার সদস্য শিফা হাসপাতাল এলাকা ঘেরাও করে অন্তত দুই শতাধীক ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের উপর মানবিক ও শারিরীক নির্যাতন পরিচালনা করা হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জানিয়েছে গাজায় শতভাগ মানুষই ক্ষুধার্থ, এবং বর্তমান বিশ্বে গাজা উপত্যকাই একমাত্র ভূ-খন্ড যে ভু-খন্ডের আর্মি বাসিরা খাদ্যের অভাবে অভূক্ত থেকে মৃত্যু বরন করছে, এবং রোজার দিনেও আহত ও নিহত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com