রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার আদালতকে বিকেন্দ্রীকরণে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রস্তাব জনতার ওপর হামলার ঘটনায় সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সারা দেশে যৌথবাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ সমালোচনা করবো কিন্তু ইউনূস সরকারকে ব্যর্থ হতে দেবো না: রিজভী রোহিঙ্গা সংকটে অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই: সেনাপ্রধান গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করতে মিলিয়ন ডলার খরচ করা হচ্ছে: প্রেস সচিব সুনামগঞ্জে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত কৃষিঋণ বিতরণ কমে যাওয়ায় বোরো উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা

গাজিরহাট ও পারুলিয়া মৎস্য আড়তে সাদা মাছের ব্যাপক উপস্থিতি যাচ্ছে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

দেবাহাটা অফিস \ দেবহাটার মৎস্য ঘেরগুলো ছেচামারা চলছে। দেশের সর্বাপেক্ষা চিংড়ী ঘের অধ্যুষিত দেবহাটার লবণাক্ত ঘেরগুলোতে সা¤প্রতিক বছরগুলোতে মিঠা পানির উপযোগী রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ হচ্ছে এবং চাষীরা বিশেষভাবে সফলও হচ্ছে। বলা চলে দেবহাটায় সাদা মাছ চাষের ও উৎপাদনে বিপ্লব ঘটেছে। উপজেলার বৃহত্তম মৎস্য সেট গাজিহাট ও পারুলিয়ার আড়ৎ গুলোতে সকাল হতে বিকাল পর্যন্ত মাছ ক্রয় বিক্রয় হচ্ছে। এমনকি অক্সিজেন সমৃদ্ধ জীবন্ত মাছও বিক্রয় চলছে। গাজিরহাট এবং পারুলিয়া বাজারে প্রতিদিন অগনিত ট্রাক ভর্তি মাছ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে। সাদা মাছ ব্যবসায়ী সুকুমার জানান, রাজধানী ঢাকা, সিলেট, ময়মনসিং, চট্টগ্রাম, সর্বত্র দেবহাটার মাছ উল্লেখিত এলাকার চাহিদা হরণ করছে। গত সপ্তাহে সাদা মাছের বাজার মূল্য কিছুটা দরপতন ঘটলেও সপ্তাহ পার হতে না হতে চাষীরা ভালই মূল্য পাচ্ছে। ককসিটের মাছ এবং বরফ মিশ্রণ পরবর্তী ককসিট কসটেপ দিয়ে আটকিয়ে মাছ বাজারজাতকরণের লক্ষ্যে ট্রাক ভর্তি করা হয়। উক্ত বরফ ককসিটের মধ্যে অক্ষত থাকে দুই/তিন দিন যাবৎ মাছ ভাল থাকে। দেবহাটার সেট দু’টি হতে জীবন্ত ষোল মাছ বিশেষ ব্যবস্থাপনায় রাজধানী সহ দেশের অন্যান্য বাজারে যাচ্ছে। ক্রেতা এবং বিক্রেতাদের মাঝে বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু ডিজিটাল ওজন, কাঠের লোহার এবং সুতুলি সমৃদ্ধ ওজন পরিমাপে প্রতারণা বা ওজনে কারচুপির আশঙ্কা থাকলেও ডিজিটাল পরিমান সম্পূর্ণভাবে যথাযথ। খোজ নিয়ে জানাগেছে গাজিরহাটের কোন কোন আড়তে কাঠের এবং সুতুলির পরিমাপ ব্যবহার হচ্ছে। যা ক্রেতা বিক্রেতা উভয়ের ক্ষতিগ্রস্থ বা প্রতারিত হওয়ার সুযোগ থাকে। উপজেলার হাটবাজার গুলোতে ও সাদা মাছের উপস্তিতি ব্যাপকভাবে বাস্তবতা হলো মূল্য সাধারণের মাঝে উত্তাপ ছড়াচ্ছে বিশেষ করে ট্যাংরা, পারসে, ভেটকি, দাঁদলে, ষোল, দেশী কই মাগুর প্রভৃতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com