দেবহাটা অফিস ॥ দূর্গোৎসবের মহা সপ্তমীতে প্রতি বছরের এবার ও ঐতিহ্যবাহী গাজিরহাট দূর্গা মন্দিরের আয়োজনে নোয়াপাড়া ইউনিয়নের দুইশতাধিক হত দরিদ্র, অসহায় দুস্থ ও গরীবদের মাঝে শাড়ী, লুঙ্গি সহ অপরাপর সামগ্রী বিতরন করা হয়। গতকাল বিকালে মন্দির প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে উক্ত শাড়ী, লুঙ্গি বিতরন করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন কমান্ডার সুভাষ চন্দ্র ঘোষ, মন্দির কমিটির সভাপতি শরৎ চন্দ্র ঘোষের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অজয় কুমার ঘোষের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিরঞ্জন ঘোষ, কল্যান চ্যাটার্জী, বলরাম স্বর্ণকার, ইন্দ্রজিৎ ঘোষ, পল্টু চ্যাটার্জী, গোপাল স্বর্ণকার, নব কুমার ঘোষ, মিন্টু ঘোষ, দীপক ঘোষ, পরিতোষ ঘোষ, হরিদাস সরকার প্রমুখ।