এফএনএস: গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিন জন নিহত ও দুই জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সোয়া ৮টায় উপজেলার মাওনা—ফুলবাড়ী সড়কের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সিএনজিচালক ওবায়দুল ও অজ্ঞাত এক নারী (৫৬) ও অজ্ঞাত এক বৃদ্ধ (৭০) নিহত হয়। এ ঘটনায় দুই জন আহত হয়েছেন। আহতদের পরিচয়ও প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কালিায়াকৈর থানার এসআই কামরুল হাসান জানান, শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে যাত্রী পাঁচ যাত্রী নিয়ে কালিয়াকৈরে আসছিলেন দুর্ঘটনাকবলিত ওই অটোরিকশা। মাওনা—ফুলবাড়ী সড়কের কালিয়াকৈর উপজেলার নামাশুলাই পেঁৗছালে বিপরীত দিক থেকে আসা শ্রীপুরগামী ইটভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ তিন জন নিহত হন। আহতকে উদ্ধার করে স্থানীয়রা উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়েছে। তবে ট্রাকটি আটক করতে পারেননি স্থানীয়রা।