এফএনএস: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইন্দ্রপুর এলাকায় পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তারেক রহমান (১৩) গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইন্দ্রপুর এলাকার জহিরুল ইসলামের ছেলে। মৃতের চাচা সোহরাব হোসেন জানান, স্থানীয় একটি কওমি মাদ্রাসায় থেকে হাফেজি পড়তো তারেক রহমান। সে মাদ্রাসা থেকে ছুটিতে বাসায় আসে। বেলা ১১টার দিকে তারেক রহমান অন্যান্য কিশোরের সঙ্গে বাড়ির পাশে একটি পুকুরে অল্প পানিতে নেমে সাঁতার কাটছিল। এক পর্যায়ে তারেক রহমান পুকুরের গভীরে ডুবে যায়। পরে অন্যান্য শিশুরা বাড়িতে গিয়ে খবর দেয়। খবর পেয়ে ১০—১২ জন পুকুরে নেমে খেঁাজাখুঁজি করে তারেক রহমানকে উদ্ধার করা হয়। পরে তাকে মনিপুর পপুলার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।