এফএনএস: গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি এলাকায় বোতাম তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এতে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল রোববার দুপুর ২টার দিকে ফেনাসেমিকন নামের কারখানায় লাগা আগুন বিকেল ৪টার দিকে নিয়ন্ত্রণে আসে। শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে প্রথমে শ্রীপুর থেকে আমাদের তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। পরে জয়দেবপুর থেকে আরও চারটি ইউনিট আসে। মোট সাতটি ইউনিটের চেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর সেখান থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। এছাড়া আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কেও জানা যায়নি